শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৯ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নূর আলম সিদ্দিকী,নীলফামারী : নীলফামারীর ডোমারে নয়ন ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে।

গত ৩০ নভেম্বর বাড়ি থেকে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার জন্য বের হওয়ার পর থেকে অদ্যাবধি সে আর বাড়ি ফিরেনি।

নয়ন ইসলাম ডোমার পৌরসভার ৪ নং ওয়ার্ড সবুজপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে ও রাজশাহী কওমী মাদ্রাসার ছাত্র। এ ব্যাপারে ২রা ডিসেম্বর তার বাবা মোঃ মকবুল হোসেন থানায় সাধারন ডায়েরী করেছেন যার নম্বর-৯৩।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র নয়নের বাবা জানান, প্রায় ১৮ দিন আগে সে রাজশাহী কওমি মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে।বাড়িতে আসার পর থেকেই সকলের সাথে হাসিখুশিতে তার সময় পার হচ্ছিল। গত ৩০ নভেম্বর দুপুরের খাবার খেয়ে সে পার্শ্ববর্তী হাইস্কুল মাঠে বন্ধুদের সাথে খেলার জন্য বাড়ি থেকে বের হয়।

সন্ধা হয়ে আসলেও সে বাড়িতে না ফেরায় তাকে মাঠে ও আশেপাশে খুজতে থাকলেও অদ্যাবধি তাকে পাওয়া যায়নি। রাজশাহী মাদ্রাসায় খোজ নিলেও সেখানে সে যায়নি বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।এদিকে ছেলেকে না পেয়ে তার পুরো পরিবার ভেঙ্গে পড়েছে।

নয়নের বাবা মকবুল হোসেন আরোও জানান,তার ছেলের গায়ের রং শ্যামলা উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চির মত। বাড়ি থেকে বের হওয়ার সময় লাল রংয়ের গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট ছিল। যদি কোন ব্যাক্তি নয়নের সন্ধান পেয়ে থাকেন তবে ০১৭৯২১৫২৯২৫ নম্বরে বা ডোমার থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়