শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০১:০৩ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকাতে ক্রিকেটের প্রসারে এগিয়ে আসছে মাইক্রোসফট

স্পোর্টস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খুব একটা জনপ্রিয় খেলা নয়। তবে দেশটির এবং বিশ্বেরই অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ঘোষণা দিয়েছে একটি ক্রিকেট মাঠ নির্মাণের। এর পেছনে রয়েছেন প্রতিষ্ঠানটির ভারতীয় প্রধান নির্বাহী সত্য নাদেলা। ২০১৮ সালে ওয়াশিংটন স্টেটের রেডমন্ডে মাইক্রোসফটের ক্যাম্পাস ঢেলে সাজানোর কাজ শুরু হবে। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য সেই ক্যাম্পাসে ফুটবল, রাগবি, সফটবলের পাশাপাশি থাকছে বিশ্বমানের ক্রিকেট মাঠ।

মাইক্রোসফটে আমেরিকানদের পাশাপাশি ভারত, পাকিস্তান, বাংলাদেশের মত ক্রিকেটপাগল রাষ্ট্রের প্রচুর মানুষ কাজ করেন। তাদের প্রিয় খেলার কথা মাথায় রেখেই নেয়া হয়েছে এই উদ্যোগ। তাছাড়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাদেলা ক্রিকেট খেলে তার নেতৃত্বগুণ ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শাণিত করেছেন। তিনি চান, তার কর্মীবাহিনীর মঝেও এই খেলার মাধ্যমে গুণগুলো ছড়িয়ে যাক।

মাইক্রোসফটের প্রধান নির্বাহীর কার্যালয়ের জ্যেষ্ঠ পরিচালক গ্রেগ শ জানিয়েছেন, ‘ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অনুরাগী কর্মীরা কয়েক বছরের মধ্যেই তাদের স্বপ্নের ক্রিকেট মাঠ পাচ্ছেন।’
একে তো আমেরিকানরা ক্রিকেট অনুরাগী নয়। দেশটির খুব কম জায়গাতেই এটি খেলা হয়। তাই শ জানালেন কোন প্রতিষ্ঠানের এমন উদ্যোগ হয়ত এটাই প্রথম, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে কোন কর্পোরেট বা কমিউনিটি উদ্যোগে এমন মাঠ বোধহয় এটাই প্রথম। -ইয়াহুস্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়