শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক হত্যা

আজহারুল হক, ময়মনসিংহ : ময়মনসিংহে বাসে যাত্রী তোলার টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে শাহাবুদ্দিন (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

সোমবার সকালে নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনাটি ঘটে ।

জানা যায়, নগরীর বলাশপুর নয়াপাড়া এলাকার শাহাবুদ্দিন ও জুয়েল এর মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে বাস টার্মিনালে দু’জনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল ছুরি দিয়ে শাহাবুদ্দিনকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হত্যাকারী জুয়েলের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় নিহত শাহাবুদ্দিনের স্বজনেরা।

সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়। অভিযুক্ত জুয়েলকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি(তদন্ত) মনসুর আহমেদ জানান, নগরীর বলাশপুর নয়াপাড়া এলাকার শাহাবুদ্দিন ও জুয়েল মিলে মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন বাসে যাত্রী তুলে টাকা রোজগার করতেন। এটিই তাদের পেশা ছিল।

এছাড়াও তিনি জানান, ঘটনার পর পরই জুয়েল পালিয়ে যান। পরে বিকেলে সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়