শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ১১:১৭ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সুজন কৈরী : রাজধানীর তুরাগের দক্ষিণ রাজাবাড়ী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। গতকাল সোমবার ভোর রাতে দক্ষিণ রাজাবাড়ীর বি ব্লকের ৫ নম্বর রোডের ২ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বাড়ির ২য় তলা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে মাদক সংগ্রহের পর বিভিন্ন কৌশলে এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। এ প্রেক্ষিতে দক্ষিণ রাজাবাড়ীর ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ২য় তলার বাসার খাটের নিচ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলালকে হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছে, চট্টগ্রাম এলাকার জনৈক এক ব্যক্তি মায়ানমার থেকে বিভিন্ন কসমেটিক্স, শাড়ী-কাপড় ইত্যাদির আমদানির আড়ালে ইয়াবা আমদানি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিপনন করে আসছে। বেলাল উক্ত ইয়াবার চালানটি চট্টগ্রাম থেকে পরিবহনের সীটে বিশেষ পদ্ধতিতে ঢাকায় নিয়ে আসে। সে র্দীঘদিন ধরে বিভিন্ন ধাপে ধাপে চট্টগ্রাম, কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল পরিমান ইয়াবার চালান বিভিন্ন গণপরিবহনের বডির ভিতরে গোপন স্থানে লকিুয়ে রাজধানীসহ বগুড়া, নাটোর এলাকায় নিয়ে আসে।

এছাড়া কখনও কখনও চালক ও হেলপারের সহায়তাও নিতো সে। তাছাড়া জুতা, টুপি, মাছের পেট, ফুল, শরীরের বিশেষ অঙ্গসহ গণপরিবহনে, প্রাইভেট গাড়ীতে, পণ্যবাহী ট্রাকে, গণপরিবহনের শ্রমিকদের মাধ্যমে আবার কখনও কখনও নারীদের অন্তর্বাসে করে ইয়াবার চালান নিয়ে আসে।

এ ক্ষেত্রে তাদের দলে মাদক সরবরাহ করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত নারী রয়েছে যারা বিশেষ পদ্ধতিতে বিভিন্ন উপায়ে ইয়াবার চালান নিয়ে আসে। পরে সেগুলো স্তরে স্তরে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছায়। বেলাল রাজধানীর অন্যতম একজন মাদক ব্যবসায়ী। তার নামে রাজধানীর লালবাগ থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়