শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার):  কক্সবাজারের টেকনাফ সাবরাং নাফনদী সংলগ্ন ৩নং স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ ডিসেম্বর সোমবার ভোররাতে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির নেতৃত্বে নাফনদী সাবরাং ৩নং স্লুইচ গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মিয়ানমার থেকে নাফনদী হয়ে কয়েকজন ব্যক্তিকে একটি ছোট নৌকা দিয়ে এপারে আসার সময় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।

বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তারা নৌকা থেকে লাফ দিয়ে  মিয়ানমারে দিকে পালিয়ে যায়্। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়