শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ১০:২৮ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী ছায়েদুল হকের অবস্থা উন্নতির দিকে

রিকু আমির: ৮৭ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭৫ বছর বয়সী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এড. মোহাম্মদ ছায়েদুল হকের অবস্থা উন্নতির দিকে। এজন্য তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। যদিও সোমবার বিকাল ৪টা পর্যন্ত স্থানান্তর করা হয়নি মন্ত্রীকে।

ব্রাহ্মণবাড়িয়া- ১ আসনের সংসদ সদস্য এড. মোহাম্মদ ছায়েদুল হক দীর্ঘদিন ধরেই নানা ধরণের শারীরিক সমস্যায় আক্রান্ত। হৃদপিন্ড, ডায়াবেটিকস, মূত্রনালী ও কিডনির জটিলতায় আক্রান্ত তিনি।

বিএসএমএমইউ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক সজল ব্যানার্জীর অধীনে ছায়েদুল হক চিকিৎসাধীন। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে সজল ব্যানার্জীকে পাওয়া যায়নি।

হৃদরোগ বিভাগের অন্য একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জানান, মন্ত্রীর প্রধান সমস্যা হৃদপিন্ডে ও কিডনিতে। এখন তার অবস্থা উন্নতির দিকে।

গত ১৬ সেপ্টেম্বর ছায়েদুল হক প্রথম যখন বিএসএমএমইউতে ভর্তি হন, তখন তিনি স্নায়ূরোগ বিভাগের অধীনে চিকিৎসা গ্রহণ করছিলেন। এর কিছুদিনের মধ্যেই তাকে হৃদরোগ বিভাগে স্থানান্তর করা হয়। এ বিভাগে স্থানান্তরের সাথে সাথে তাকে ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) তে। অবস্থার উন্নতি ঘটনায় সেখান থেকে গত নভেম্বরের মাঝামাঝি কেবিনে স্থানান্তর করা হয়। আবারও অবস্থা অবনতি হওয়ায় ডিসেম্বরের প্রথমদিকে তাকে আইসিইউতে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়