শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৫ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেম : জর্ডানে মার্কিন দূতাবাসের সড়কের নাম ‘আরব জেরুজালেম স্ট্রিট’ রাখার দাবি

ওমর শাহ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় অভিনব প্রতিবাদ করছে জর্ডানের বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, জর্ডানের রাজধানী উমানের যে পথে মার্কিন দূতাবাস অবস্থিত ওই সড়কের নাম পরিবর্তন করে ‘আরব জেরুজালেম স্ট্রিট’ রাখা হোক। খবর : আরব নিউজ

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর জর্ডানের নাগরিকরা সামাজিক যোগাযোগ সাইটে এ প্রস্তাব প্রচার করে আসছে। বর্তমানে ওই সড়কটির নাম ‘শারেউল উম্মীয়ীন’। তবে প্রস্তাবিত নাম ‘শারেউল কুদস আরাবিয়া’র ইংরেজি অর্থ ‘আরব জেরুজালেম স্ট্রিট’

সোশ্যাল মিডিয়ায় প্রচারকারীরা বলেন, সড়কটি ‘আরব জেরুজালেম স্ট্রিট’ নামে পরিবর্তন করলে মার্কিন দূতাবাসকে বাধ্যতামূলক ‘আরব জেরুজালেম স্ট্রিট’ লিখতে হবে। উমানের সিটি কাউন্সিলের সদস্য ইসমাঈল বুস্তানাজি বলেন, তারা ইতোমধ্যে একটি প্রস্তাবনা তৈরি করেছেন যার মধ্যে সড়কটির নাম পরিবর্তনের কথা রয়েছে। তিনি মনে করেন, এর মাধ্যমে বিশ্বব্যাপী দূতাবাস কর্মকর্তারা জানতে পারবেন জেরুজালেম একটি আরব শহর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আরব নিউজকে জানান, তাদের দাবি তখনই সফল হবে যখন ফিলিস্তিনের সমর্থক সকল দেশ নিজেদের দেশে মার্কিন দূতাবাস অবস্থিতি সড়কটির নাম ‘আরব জেরুজালেম স্ট্রিট’ নামে পরিবর্তন করবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জর্ডানের এ দাবি ছড়িয়ে পড়েছে প্রতিবেশি অনেক মুসলিম দেশেও। মিশর ও কাতারেও এমন দাবি তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

উল্লেখ্য, সৌদি আরবের জেদ্দায় মার্কিন দূতাবাসের সড়কের নাম ‘ফিলিস্তিন স্ট্রিট’। বাদশাহ ফয়সাল এ সড়কের নাম ‘ফিলিস্তিন স্ট্রিট’ রেখেছিলেন। সূত্র : বিবিসি উর্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়