শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৯ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্শাল ল’র সময় বাড়াতে চান ফিলিপাইন প্রেসিডেন্ট দুতার্তে

সান্দ্রা নন্দিনী : প্রেসিডেন্ট রড্রিগো দুতার্র্তে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মার্শাল ল’র সময় বাড়ানোর পরিকল্পনা করছেন। ইসলামিক বিদ্রোহীদের ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ কোটি মানুষের মিন্ডানাও অঞ্চলে ৬০ দিনের জন্য মিলিটারি শাসন আরোপ করেছিলেন দুতার্র্তে। মে মাসে মারাই শহরে সশস্ত্রবাহিনী কর্তৃক ইসলামিক স্টেট-আইএস’র পতাকা তোলার পর সেখানে সংঘর্ষে ৫শ’ এর বেশি মানুষ মারা যায়। যদিও বিপুলসংখ্যক জঙ্গি সরকারের বিরুদ্ধে দুইমাস যাবত যুদ্ধ করছে। এরমাঝে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুতার্র্তের মার্শাল ল’র সময় বাড়ানোর অনুরোধে বিশ্লেষকেরা বিস্ময়প্রকাশ করেছেন।
 প্রেসিডেন্ট দুতার্তে সাংসদদের কাছে একটি চিঠির মাধ্যমে দৃষ্টিআকর্ষণ করেছেন। কংগ্রেসে এই বিষয়ে আলোচনা হবে। দুতার্র্তে পরোয়ানাবিহীন গ্রেফতারের অনুমতিরও অনুরোধ করেছেন।
এদিকে, দুতার্র্তের সমর্থক হিসেবে পরিচিত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিডেল রামোসও মার্শাল ল’র সময় বাড়ানোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ার করেছেন।
তিনি বলেন, মার্শাল ল’ শুরুর দিকে জরুরি ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এধরনের সিদ্ধান্ত আমাদের জন্য সুখকর না হওয়ার সম্ভাবনাই বেশি।’
উল্লেখ্য, মার্কিন সহায়তায় মারাই শহরে অভিযান চালাচ্ছে ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী। এ সপ্তাহে তারা জানিয়েছে যে ৬০-৮০ জন সশস্ত্র বিদ্রোহী এখনও সেখানে টিকে আছে। ডেইলি মেইল
  • সর্বশেষ
  • জনপ্রিয়