শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৬ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুলের বিরুদ্ধে ড্র করল এভারটন

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে এভারটনের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ওয়েন রুনির গোলে আটকে গেল লিভারপুলের জয়। যার ফলে ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে পা রাখল ক্লপের দল।

পেনাল্টি থেকে গোল করে ১-০ পিছিয়ে থাকা এভারটনকে ম্যাচে ফেরান সাবেক ম্যান ইউ তারকা। রুনির একমাত্র গোলেই লিভারপুলের বিপক্ষে এক পয়েন্ট নিয়ে নিয়ে মাঠ ছাড়ে এভারটন। অন্যদিকে ঘরের মাঠে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে ব্যর্থ লিভারপুল।

মোহাম্মেদ সালাহ’র গোলে ৪২ মিনিটে এগিয়ে যায় লিভারপুর। অ্যানফিল্ড স্টেডিয়ামে প্রথমার্ধে বাঁক খাওয়ানো শটে বল জালে রাখেন সালাহ। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যর্থ এভারটন ফুটবলাররা।

৭৫ মিনিটে এভারটনের ডমিনিক কালভার্ট লেওয়িনকে পেলান্টি বক্সে ধাক্কা দেওয়ায় দেইয়ান লভরেনকে ফাউল করেন রেফারি। এরপর পেনাল্টিতে সহজ গোল রুনির। মার্সি সাইড ডার্বি শেষ হয় ১-১ ব্যবধানে।

ড্র করলেও পয়েন্ট টেবিলে নিজেদের স্থান ধরে রাখতে সক্ষম লিভারপুল। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ক্লপের ছেলেরা চার নম্বরে রয়েছে। অন্যদিকে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে উঠে এল এভারটন। পয়েন্ট টেবিলে নাম্বার ওয়ান সিটি। তাদের অর্জন ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। আর্সেনালের অবস্থান পাঁচে। ষষ্ঠ স্থানে টটেনহ্যাম হটস্পার। গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়