শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৭ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো মমির প্রদর্শনী

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মিশরের সুপ্রাচীন নীল শহরে প্রত্নতত্ববিদরা দুইটি সমাধি প্রদর্শন করেছেন। যার মধ্যে রয়েছে সাড়ে ৩ হাজার বছর পুরোনো মমি। মমিটি ‘নতুন রাজ্য’ থেকে পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রতœতত্তববিদরা।
এ সময় বিভিন্ন কাঠের মুখোশ, ছোট পাথরের মূর্তি এবং সুন্দর রঙে সজ্জিত দেয়াল চিত্রেরও প্রদর্শনী করছে কর্তৃপক্ষ।

মিশরের পুরাকীর্তি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে থেকে বলা হয়েছে, ১৯৯০ সালে একটি জার্মান প্রতœতত্ত্ববিদরা মমিটি আবিষ্কার করেছিল, কিন্তু এখনো পর্যন্ত তা সীল করে রাখা হয়েছে।

এদিকে, মমিটির পরিচয় এখনো জানা না গেলেও মিশরের পুরার্কীতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি সম্ভাবনার কথা বলা হয়েছে। মমিটি ‘ডেজুতি মেস’ নামক একজনের হতে পারে। এছাড়াও ‘মাটি’ নামের আরেক ব্যক্তিরও হতে পারে যার নাম কবরের উপর লেখা ছিল। অন্য কবরটিও সম্প্রতি ‘উন্মুক্ত’ ছিল কিন্তু এখনও পুরোপুরি খনন করা হয়নি বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

উল্লেখ্য, মন্দিরের জন্য বিখ্যাত এলাকা সমাধিসৌধ ড্রেরা আবুল নাগা নেক্রোপলিস, যেখানে প্রচুর কবর রয়েছে। কিং রাজ্যের উপত্যকার কাছাকাছি অবস্থিত যেখানে প্রাচীন মিসরের ফেরাউনের অনেক কবর দেয়া হয়েছিল। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়