শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৯:০২ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তাহ শেষের দিকে কমতে পারে পেঁয়াজের দাম

ফারমিনা তাসলিম: চট্টগ্রামের পাইকারি বাজারে ৬২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। ২৬৪ কিলোমিটার দূরত্বে দাম দ্বিগুণ হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। তবে বিভিন্ন দেশ থেকে নতুন করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, অচিরেই পেঁয়াজের দাম কমে যাবে। সূত্র- একাত্তর টিভি

চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে থরে থরে সাজানো রয়েছে পেঁয়াজের বস্তা, চলছে বেচা-কেনা। কিন্তু পেঁয়াজের দাম যেন আকাশ ছোঁয়া।

ব্যবসায়ীরা বলেছেন, ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরাও বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন।

ব্যবসায়ীরা আরোও বলেছেন, ভারত থেকে পেঁয়াজ আনতে ব্যবসায়ীদের খরচ বেশি পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমদানিটা কমে গেছে। তাই পেঁয়াজের বাজার দামটা হুড়হুড় করে বেড়ে গেছে।

এদিকে পেঁয়াজের অস্থির বাজার ঠেকাতে ভারত ছাড়াও অন্যদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। পেঁয়াজ আমদানির পর দাম কমে যাবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। এরইমধ্যে তুরস্ক, মিয়ানমার ও চীন থেকে ইতিমধ্যে আমদানি শুরু করেছে।

ভারত থেকে পেঁয়াজ সরবরাহ কমে যাওয়ার কথা বলা হলেও গত তিন দিনে হিলি বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে ২ হাজার মেট্রিক টন পেঁয়াজ।

এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার আখতার হাসান বলেন, ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। এ সপ্তাহের শেষ দিকে ১০ হাজার মেট্টিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

মেহেরপুরের খুচরা বাজারগুলোতে নতুন পেঁয়াজে ভরে গেছে। পাইকারি বাজার থেকে ১০ থেকে ১৫ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ গত বছর এ সময়ে পেঁয়াজের দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। ব্যবসায়ীরা বলেছেন, সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকার কারণে পেঁয়াজের দাম কমছে না।

প্রকারভেদে পেঁয়াজের দাম বেড়েছে দিনাজপুর-হিলিবন্দর বাজারে। দুদিন আগেও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায় আর এখন তার দাম কেজি প্রতি ৬০ থেকে ৬৪ টাকা।

আমদানিকারকরা বলেছেন, সবশেষ ভারত এলসির বিপরীতে টন প্রতি ৮৫২ ডলার নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী পেঁয়াজ আমদানি করে আসছে আমদানিকারকরা। তবে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়ে গেছে। আগে বন্দর দিয়ে পেঁয়াজের গাড়ি ঢুকতো ৫০টি। আর এখন পেঁয়াজের গাড়ি আসে ১০ থেকে ১২ টি।

আমদানিকারকরা আরোও জানান, গত তিন দিনে এ বন্দর দিয়ে দুই হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়