শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৬:১০ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেল্টা ভিগোকে ২-১ গোলে হারালো ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক: লা লিগায় সেন্টা ভিগোর বিরুদ্ধে ২-১ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। শিরোপা জয়ের প্রধান লড়াইটা হয় দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। গত কয়েক মৌসুমে শিরোপা জয়ের জন্য এ দুই দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। আর এবারের মৌসুমে শিরোপা জয়ের জন্য জোর লড়াই চালাচ্ছে ভ্যালেন্সিয়া। নিজেদের সর্বশেষ ম্যাচেও সেল্টা ভিগোর বিরুদ্ধে আর এ জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ঘরের মাঠে শুরুতেই আধিপত্য দেখিয়ে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। ২৮ মিনিটের মাথায় গোল করেছিলেন সিমোন জারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য এই গোল শোধ করে দেয় সেল্তা ভিগো। ৪৬ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেন সেল্তা ভিগোর স্ট্রাইকার ইয়াগো আসপাস। ৮০ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল এই ১-১ গোলের সমতা। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হবে, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ৮১ মিনিটে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন ড্যানিয়েল পারেজো। ২-১ গোলের ঘামঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।

কষ্টার্জিত এ জয়ের পর ভ্যালেন্সিয়া আছে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ১৫ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর ১৪ ম্যাচ খেলে বার্সেলোনা সংগ্রহ করেছে ৩৬ পয়েন্ট। আজ রোববার রাতে জয় পেলে নিজেদের আরেকটু উপরে নিয়ে যেতে পারবে কাতালানরা। গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়