শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৩ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়ি শিল্প নিয়ে আগামী বাজেটে ষড়যন্ত্র নয়: গোলটেবিল বৈঠকে বক্তারা

 নাসরিন বৃষ্টি : বিড়ি শিল্প নিয়ে আগামী বাজেটে কোনো ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছে বিড়ি শিল্প রক্ষা আন্দোলনকারীরা।  তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও বারবার বিশেষ একটি মহল বিড়ি শিল্পকে ধ্বংসের চেষ্টা করে যাচ্ছে। অনতি বিলম্বে এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) আয়োজিত 'বিড়ি শ্রমিকের জীবন: সরকারের প্রতিশ্রুতি' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।

বৈঠকের সভা প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ও আরডিসি'র চেয়ারপার্সন ড. মেসবাহ কামাল বলেন, গত বছর বাজেটে প্রধানমন্ত্রী আমাদের পক্ষে অবস্থান নেয়ার পরও বিড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিভিন্ন মহল। সামনে আবারো বাজেট আসছে। জানুয়ারি থেকেই বাজেটের কার্যক্রম শুরু হয়। আর বাজেট এলেই বিড়ি শ্রমিকদের বুক কেঁপে ওঠে। এই নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষগুলো দুশ্চিন্তায় পরে যায়।

গত বাজেটে কাবিখা বা গরিবদের সহায়তার বিভিন্ন খাতে বাজেটের পরিমাণ বাড়লেও এখন পর্যন্ত তা যথেষ্ট নয়। তার ওপর বিড়ির বিরুদ্ধে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের এমন অবস্থানে আসন্ন বাজেট নিয়ে আবারো আমরা শঙ্কিত। আর সেই শঙ্কা থেকেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের ৮০ ভাগের বেশি নারী। তাদের পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল।

পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান বলেন, অর্থমন্ত্রীর ঘোষণা খুব অবাক করেছিলো আমাকে। তিনি সংসদে বলেছিলেন দুই বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ করে দেবে। কেন তিনি বললেন না তামাক শিল্প বন্ধ করে দেবো। তিনি এই দাবি করলে আমরাও দাবি করতে পারি, আগামী তিন বছরের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকোকে বাংলাদেশ থেকে বের করে দেবো। আপনাদের দাবি ন্যায় সঙ্গত। আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট মানবিক। তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।

বিড়ি শিল্প রক্ষার আহ্বান জানিয়ে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য এমপি কবি কাজী রোজী বলেন, 'বাঁশের পাতায় বাঁশির সুর, তামাক পাতায় মরণ সুর। জীবন সুর ছেড়ে মরণ সুরের দিকে কেনো যাই আমরা। এই বিড়ি শ্রমিকদের জন্য এই পেশা শুধু একাট পেশা নয়। এটা তাদের নেশাও। নিঃসন্দেহে একটা ব্যবস্থা করেই আপনাদের এই পেশা থেকে সরে আসার ব্যবস্থা করা হবে। তার আগ পর্যন্ত এই শিল্প বন্ধ করা হবে কোন কর্পোরেটদের কথা শুনে? আপনারা নিরাশ হবেন না।'

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এমকে বাঙালী বলেন, ধূমপান বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আমরাও চাই তামাক দেশে না থাকুক। বিড়ি, সিগারেট, গুল এরূপ তামাক জাতীয় উপকরণ না থাকুক। কিন্তু ধূমপান বিরোধী আন্দোলন করতে গিয়ে শুধু বিড়ির বিরুদ্ধে বক্তব্য দেয়া কি সঠিক? আমার মতে বিড়ি এবং সিগারেট দুটিই সমান ক্ষতিকর নয়। বিড়িতে বৈদেশিক মুদ্রা খরচ হয় না। বাড়তি বিদ্যুৎ খরচ হয় না। দেশি তামাক, দেশি কাগজ ও দেশি শ্রমিকের মাধ্যমে এই বিড়ি তৈরি। অন্যদিকে সিগারেটের সবকিছু বিদেশ থেকে আনতে হয়। সিগারেটের তামাক, ক্যামিকেল, কাগজ টেকনিক্যাল পার্সন সবই বিদেশ থেকে আসে। দেশের টাকা বিদেশে চলে যায়। ৬০-৭০ হাজার কোটি টাকার বেশি সিগারেটের মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে। বিড়িতে ৩-৪ হাজার কোটি টাকা মাত্র বাৎসরিক আয়। কিন্তু এতে দেশের লাখ লাখ শ্রমিকের খাবার জোটে। সেই সঙ্গে দেশের টাকা দেশেই থেকে যায়।

তিনি আরো বলেন, বিগত ৩০ বছরে বিড়ি শিল্পের মাধ্যমে কয়েকশ নতুন শিল্প তৈরি হয়েছে। আকিজ গ্রুপ বা আবুল খায়ের গ্রুপের কথা বলছি। তাদের প্রথম ব্যবসা ছিলো বিড়ি শিল্প। এখন দেখেন তাদের অধীনে আরো কতগুলো শিল্প চলছে। সেখানে কী পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে একবার ভাবুন। কয়েকশ বছর ধরে এই দেশে ব্যবসা করার পরও বাংলাদেশে কোন কারখানা করছে না এই কোম্পানিগুলো। তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। খবর পাওয়া গেছে প্রায় হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছে এই প্রতিষ্ঠানগুলো।

তিনি নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে আমাদের কর্মসংস্থান বন্ধ করার কোনো পদক্ষেপ নেবেন না। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক বলেন, সরকারের বৈষম্যমূলক শিল্পনীতির কারণেই বিড়ি শিল্প ধ্বংস হচ্ছে। সিগারেটের জন্য যেই নীতি, আমাদের বিড়ি শিল্পের জন্য সেই নীতি নেই কেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিড়ি-শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙালী, বাংলাদেশ বিড়ি-শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান। সঞ্চালনায় ছিলেন গবেষণা ও উন্নয়ন কালেকটিভের (আরডিসি) সাধারণ সম্পাদক মিজ. জান্নাত-এ-ফেরদৌসী।

আনিস/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়