শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৫ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার ৪৬ বছর পরেও প্রাপ্য স্বীকৃতি পায়নি নারীযোদ্ধারা

হামিম আহসান: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পুরুষ যোদ্ধাদের পাশাপাশি নারী যোদ্ধারাও যুদ্ধ করেছেন সমানভাবে। কখনো অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধ, কখনো যোদ্ধাদের কাছে গোপন খবর পৌঁছানো, কখনো আবার চিকিৎসক বা সেবিকা হিসেবে আহত যোদ্ধাদের সেবা। এভাবেই নানা ভূমিকায় পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন বাংলার সাহসী নারীরা। ছিনিয়ে আনেন দেশের স্বাধীনতা।

পাক হায়েনাদের থাবা থেকে দেশ বাঁচাতে সংগ্রামীদের দীর্ঘ সারিতে ছিলেন নারী-পুরুষ-বৃদ্ধা এমনকি শিশু-কিশোররাও। প্রশিক্ষিত-অপ্রশিক্ষিত, অস্ত্রসহ কিংবা অস্ত্রছাড়া যে যার জায়গা থেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ রক্ষায়। এদের মধ্যে নারীরাও ছিলেন।

তেমনই একজন সম্মুখ যোদ্ধা ফোরকান বেগম। '৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যুদ্ধের ময়দানে মায়ের অসীম সাহস যাকে তৈরি করেছে একজন গেরিলা যোদ্ধা হিসেবে।

মুক্তিযুদ্ধের সময় ঘরে ঘরে গিয়ে নারীদের সংগঠিত করেছিলেন আরেক যোদ্ধা রোকেয়া কবির। সে সময়ে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত রোকেয়া আগরতলা ক্যাম্পে পালন করেছেন প্লাটুন কমান্ডারের দায়িত্ব।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় জানায়, দেশে তালিকাভুক্ত ২ লাখ ১৫ হাজার মুক্তিযোদ্ধার মধ্যে ২০৯ জন নারী। আর খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে বীরপ্রতীক উপাধি মিলেছে মাত্র ২ জন নারীর। মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের গোবরা ও লেম্বুছড়া ক্যাম্পে অনেক নারী প্রশিক্ষণ নিলেও মেলেনি আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি।

'বাংলাদেশ' নামক এক স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে পারার প্রাপ্তি, এই যোদ্ধাদের বাঁচিয়ে রাখবে ইতিহাসের পাতায়।

সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়