শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০২:৩২ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের অভাবে ঢাকার শাঁখারি বাজারে ঝুঁকিপূর্ণ ভবন

হামিম আহসান: যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। কিন্তু তারপরও কোন মাথাব্যাথা নেই প্রশাসনের। পুরান ঢাকার শাঁখারি বাজারে ১৪২টি ঝুঁকিপূর্ণ ভবন ঐতিহ্য বা হেরিটেজ ঘোষণা করা হলেও আট বছরেও শুরু হয়নি এর সংস্কারের কাজ। নিজ উদ্যোগে সংস্কার করতে গেলে মালিকরা সম্মুখীন হচ্ছেন হয়রানির। ফলে এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছেন অন্তত ২০ হাজার মানুষ।

২০০৯ সালে শাঁখারি বাজারসহ পুরান ঢাকার চারটি এলাকার সব ভবনকে সংরক্ষিত ঐতিহ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে শাঁখারি বাজারেই রয়েছে ১৪২টি ভবন। বেশিরভাগ ভবনই কয়েকশ বছরের পুরনো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ এসব ভবন।

ঐতিহ্য রক্ষা আন্দোলনের কর্মীরা বলেন, সরকারের দীর্ঘসূত্রতার কারণে স্থানীয়দের মধ্যে বিশ্বাসহীনতা জন্ম দিয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানায়, স্থানীয়দের ক্ষতিপূরণ না দিলে এলাকাটি সংরক্ষণ করা সম্ভব হবে না।
সরকারের গেজেটে একশ বছর পুরনো যেকোন ভবন ঐতিহ্য হিসেবে সংরক্ষণের কথা বলা হয়েছে।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়