শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৮ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনের পর ‘নদ্দিউ নতিম’ এখন ঢাকায়

ডেস্ক রিপোর্ট : গত অক্টোবরে ভারতের গৌহাটি আর নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে ৫টি প্রদর্শনীর পর ‘নদ্দিউ নতিম’ এখন ঢাকায়। আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে এ সময়ের আলোচিত প্রযোজনা ‘নদ্দিউ নতিম’।

অক্টোবর মাসে গৌহাটিতে মাসদো ব্যতিক্রম আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নিয়ে ম্যাড থেটার ‘নদ্দিউ নতিম’ নাটকের ২টি প্রদর্শনী করে। লন্ডনে অনুষ্ঠিত ও টাওয়ার হ্যামলেটস আয়োজিত সিজন অব বাংলা ড্রামা ২০১৭ তে এ বছর বাংলাদেশ থেকে অংশ নেয়া একটি মাত্র দল ম্যাড থেটার। নভেম্বর মাস জুড়ে এই উৎসবে ম্যাড থেটার অংশ নিয়ে নাটকটির ৩টি প্রদর্শনী করে ব্রাডি আর্টস সেন্টারে।

লন্ডন থেকে দেশে ফেরার পর ম্যাড থেটার আবার মঞ্চে নামছে আগামী ১২ ডিসেম্বর ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায়।

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য।

যে তিনটি কারণে নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তীব্র আগ্রহের জন্ম দিয়েছে, সে গুলো হলো:

প্রথমত- বাংলাদেশের মূলধারার নাটকে ‘নদ্দিউ নতিম’ই প্রথম নাটক যেখানে একজন শিশু একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে।

দ্বিতীয়ত- বর্তমান সময়ে একজন মানুষ অন্য একজনকে হত্যার জন্য নিজেকে আত্মাহুতি দিচ্ছে। এই নাটকে দেখা যায় একজন মানসিক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে একজন কবির নির্বিকার আত্মাহুতি। অর্থাৎ অন্যকে হত্যা করতে নয় বরং বাঁচাতেই আরেক মানুষের জীবন উৎসর্গ, যা এই সময়ের জন্য এক অনন্য আদর্শ হিসাবে পরিগণিত।

তৃতীয়ত- এই নাটকে একটি কাল্পনিক পরিবারের কাহিনি মঞ্চস্থ হয় যা একটি বাস্তব পরিবারের সদস্যরা অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে ফুটিয়ে তোলে।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন, আরিফ আহমেদ ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান। দেশে ও দেশের বাইরে ‘নদ্দিউ নতিম’ নাটকের একের পর এক সফল প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটার দর্শকদের মন জয় করে চলেছে। আগামী ১২ ডিসেম্বর প্রদর্শিত হবে ‘নদ্দিউ নতিম’ নাটকের ৩৬তম মঞ্চায়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়