শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল উৎসব লা-লিগায় রিয়ালের জয়

কে এম হোসাইন : লা-লিগায় রীতিমত গোল উৎসব করে সেভিয়ার সাথে জয় পেল রিয়াল। রিয়ালের কাছে এই ম্যাচটি ছিলো পরীক্ষার বটে। নিজেদের মেলে ধরবার জন্য গুরুত্বপূর্ণ। গোল খরায় ভুগতে থাকা রিয়ালের ফরোয়ার্ড রোনালদো ২ গোল করার পাশাপাশি আরও দুটি গোলে যোগাত দিয়েছে। তাতে লা লিগার চ্যাম্পিয়নরা জিতলো ৫-০ গোলে।

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে উজ্জীবিত রিয়াল। লিগের আগের তিন ম্যাচে দুটি গোলশূন্য ড্র ও একটি কষ্টে পাওয়া জয়ের স্মৃতি ভুলিয়ে দিলো তারা। মাত্র ২ মিনিটে লুকাস ভাসকেস ঢুকে পড়েন সেভিয়ার ডিবক্সে। লক্ষ্যভেদের মতো করে শট নিয়েছিলেন তিনি, কিন্তু অতিথি গোলরক্ষক রিকো বাঁদিকে ডাইভ দিয়ে বল পাঠান মাঠের বাইরে। কর্নার কিক নেন টনি ক্রুস, সেভিয়া ডিফেন্ডার মুরিয়েল বল বিপদমুক্ত করতে গিয়ে ঠেলে দেন নাচোর কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি স্প্যানিশ ডিফেন্ডার।

রোনালদো প্রথমবার লক্ষ্যে শট নেন ১০ মিনিটে। কিন্তু তার মাটি কামড়ানো শটটি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। তবে পঞ্চম ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড তার তৃতীয় লিগ গোল ঠিক পেয়ে যান ২৩ মিনিটে। আসেনসিওর পাসে ২-০ করেন টানা দুইবারের ফিফা দ্য বেস্ট।

বিরতিতে যাওয়ার আগে ৩১ মিনিটে আরেকবার স্কোরশিটে নাম লেখেন রোনালদো। মার্সেলোর শট ডিবক্সে দাঁড়ানো সেভিয়া ডিফেন্ডারের হাতে লাগে। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে রিকোকে পরাস্ত করে দলের তৃতীয় গোল করেন বৃহস্পতিবার আইফেল টাওয়ারের চূড়ায় ব্যালন ডি’অর হাতে নেওয়া ফুটবলার।

তিন গোলের পর যেন আরও দুর্দান্ত রিয়াল। যদিও ৩৩ মিনিটে মদ্রিচকে রুখে দিয়ে তাদের চতুর্থ গোল আটকান রিকো। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আরও দুইবার লক্ষ্যভেদ করে স্প্যানিশ জায়ান্টরা। ৩৮ মিনিটে ক্রুসকে গোল বানিয়ে দেন ভাসকেস। চার মিনিট পর করিম বেনজিমার অ্যাসিস্টে রিয়ালের পঞ্চম গোল করেন আচরাফ হাকিমি। শেষ দুটি গোলে কিছুটা অবদান ছিল রোনালদোরও।

বিরতি থেকে ফিরে আর ৬৭ মিনিটে মার্সেলোর ক্রস থেকে ঠিক সময়ে হেড করেছিলেন বেনজিমা। কিন্তু রিয়াল ষষ্ঠ গোলবঞ্চিত হয় বল গোলপোস্টে লাগায়।

এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো রিয়াল। পেছনে ফেললো নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার (৩৬) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমলো ৫ এ। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া দুই নম্বরে, এক ম্যাচ কম খেলেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়