শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ২২১ কোটি টাকার মাদক ধ্বংস

ফরহাদ আমিন, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ২২০ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও এক কোটি ১৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের সিগারেট ধ্বংস করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২) সদস্যরা।

শনিবার দুপুরে টেকনাফ-২ বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।

গত ৪ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে মালিকবিহীন জব্দকৃত ১২ প্রকারের ২২০ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং এক কোটি ১৫ লাখ ৯২ হাজার ২০০ টাকা মূল্যের ৫৭ হাজার ৯৬১ প্যাকেট মিয়ানমারের বিভিন্ন প্রকারের সিগারেট প্রকাশ্যে ধ্বংস করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু এডহক রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল এএসএস আনিসুল হক।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭৩ লাখ ২০ হাজার ৯৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ম্যান্ডেলা রাম মদ ৮৭৮ বোতল, গ্লান মাস্টার মদ ১০৮ বোতল, কান্ট্রি ড্রাইজিন মদ ৫১২ বোতল, মিয়ানমার মদ ৩৬ বোতল, আন্দমান গোল্ড বিয়ার ১৭ হাজার ৪৫৬ ক্যান, ডায়াব্লু বিয়ার ১ হাজার ৮৪৭ ক্যান, চং ক্লাসিক বিয়ার ১২০ ক্যান, সিংগা বিয়ার ১৫৭ ক্যান, চেং বিয়ার ১৩৩ ক্যান, গাঁজা ১৬ হাজার ২০০ কেজি, চোলাই মদ এক হাজার ৭৪১ লিটার, মিয়ানমারের বিভিন্ন প্রকার সিগারেট ৫৭ হাজার ৯৬১ প্যাকেট।

এসময় উপস্থিত ছিলেন বিজিবি-২ এর অধিনায়ক এসএম আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট বাহিনী ও বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়