শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৪ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা ইরাকের

আবু সাইদ: জঙ্গি সংগঠন  আইএস এর বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, ইরাক-সিরিয়া সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি বাহিনীর হাতে। শনিবার দেশটির রাজধানী বাগদাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সিরিয়া থেকে আইএসকে একেবারে হটিয়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার সেনাবাহিনীর দেওয়া ঘোষণার দুদিন পর প্রতিবেশী ইরাক এই ঘোষণা দিল।

নভেম্বরে সর্বশেষ আইএস অধিকৃত শহর রাওয়া পুনরুদ্ধারের পরে সিরিয়া সীমান্তে আইএসের কিছু বিক্ষিপ্ত ঘাঁটি ছিল। এর মাত্র দুই দিন আগে রাশিয়া ঘোষণা করে, সিরিয়ায় আইএসকে হারানোর লক্ষ্য তারা অর্জন করেছে। আবাদি বলেন, ইরাক-সিরিয়া সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের বাহিনীগুলোর হাতে, তাই আমি আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছি। আমাদের শত্রু আমাদের সভ্যতাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমরা একতা ও অধ্যবসায়ের উপর ভর করে জয়লাভ করেছি। আমরা অতি অল্প সময়ের মধ্যে বিজয় অর্জন করেছি। এদিকে ইরাকি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরাককে সম্পূর্ণভাবে আইএসমুক্ত করা হয়েছে।

২০১৪ সালে ইসলামিক স্টেট নাম নিয়ে জঙ্গি সংগঠনটি ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে খিলাফত ঘোষণা করে। আইএসের অধিকৃত ভূখণ্ডে ১ কোটির বেশি মানুষ বাস করত। নৃশংসতার প্রতিশব্দে পরিণত জঙ্গি সংগঠনটি গত দুই বছরে অধিকৃত প্রধান ভূখণ্ডগুলো হারিয়েছে। গত জুলাইয়ে মসুল শহর পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী, আর গত মাসে সিরিয়ায় আইএসের খিলাফতের কথিত রাজধানী রাকায় তাদের কথিত খিলাফতও হাতছাড়া হয়। ধারণা করা হচ্ছে পরাজিত আইএস যোদ্ধারা সিরিয়ার গ্রামাঞ্চলে পালিয়ে গেছে, আর কেউ কেউ তুরস্ক সীমান্ত দিয়ে পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়