শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৩ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেটের ভ্যাট প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে: অর্থমন্ত্রী

আরিফুর রহামান তুহিন: দেশের ইন্টারনেট ব্যবহারের উপর বিদ্ধমান ভ্যাট প্রত্যাহারের বিষয়ে শীঘ্রই আলোচনা হবে বলে জাানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়াল্ড ২০১৭ অনুষ্ঠানের সমাপনীতে তিনি একথা বলেন।

মুহিত বলেন, আমরা ২০০৮ সালে ‍নির্বাচনের আগে একটি ইশতিহার তৈরির জন্য কাজ করছিলাম। অতপর অনেক কষ্ট করে ডিসেম্বর মাসের ১২ তারিখে একটি ইশতিহার দিতে সক্ষম হই। আগামীতে ডিসেম্বর মাসের ১২ তারিখকে তথ্যপ্রযুক্তি দিবস হিসেবে পালন করা হবে।

অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোয়া লাগছে। যখন কোনো দেশ উন্নয়নের দিকে যায় তখন সেই দেশে একটু ট্রাফিক বেশি হয়। আমাদের দেশেও তেমনটা হচ্ছে। তবে আস্তেআস্তে এই সমস্যা শেষ হবে।

আগামীর বাংলাদেশ প্রযুক্তিন বাংলাদেশ হবে উল্লেখ করে তিনি বলেন, এ বছর আমরা সোফিয়াকে এনে অনুষ্ঠানের উদ্বোধন করেছি। আগামীতে আমরা নিজস্ব সামাজিক রোবটের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৮ উদ্বোধন করবো। আগামীর জন্য তরুণ প্রজম্ম প্রস্তত কিনা তিনি জানতে চাইলে সকলে হ্যা সূচক উত্তর দেন।

বাংলাদেশে সফটওয়ার সমিতির (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার বলেন, ১৯৮৯ সালে আমরা মাত্র ২ টি কম্পিউটার ও ২০ জন দর্শক নিয়ে একটি স্কুলে কম্পিউটার মেলার শুরু করেছিলাম। আর এখন হাতে হাতে কম্পিউটার। আগামীতে আরো সুন্দর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়