শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:০২ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাম্বুলেন্স ও চিকিৎসক না পেয়ে শাহজালাল বিমানবন্দরে যাত্রীর মৃত্যু

মবিনুর রহমান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে এসে অসুস্থ হয়ে মো. সানাউল্লাহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গত শুক্রবার সকাল ৮টায় মালয়েশিয়া রিজেন্ট এয়ারওয়েজে চড়ে ঢাকায় আসেন।

এরপর ব্যাগেজ বেল্টে এসে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারি পুলিশ সুপার তারিক আহমেদ।

তিনি জানান, বিমানবন্দরের ব্যাগেজ বেল্টে এসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সে মূহুর্তে কর্তব্যরত আর্মড পুলিশ সদস্যরা বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে খোঁজ নিয়ে জানতে পারেন, কোনও চিকিৎসক সেখানে নেই।

পরে মেডিক্যাল সেন্টারের নার্সরা এসে রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তখন অ্যাম্বুলেন্সও পাওয়া যায়নি। সানাউল্লাহর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার বয়স ৩৪ বছর।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সানাউল্লার ভাগ্নে জানান, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স না থাকার কারণেই তার মামার মৃত্যু হয়েছে। এত বড় বিমানবন্দর অথচ একজন অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য কোনও চিকিৎসক নেই! কোনও অ্যাম্বুলেন্সও নেই। আজ মামাকে হাসপাতালে নিতে পারলে হয়তো বাঁচাতে পারতাম।

শুধু এই ঘটনাই নয়, প্রায়ই অসুস্থ যাত্রীদের নিয়ে বিপদে পড়তে হয় বলে জানায় আর্মড পুলিশ। তাদের মন্তব্য অ্যাম্বুলেন্স না পেয়ে সিএনজি বা অন্য কোনও গাড়ি দিয়ে রোগীকে হাসপাতালে পাঠাতে হয়।

সূত্রে জানা যায়, বিমানবন্দরের ফায়ার সার্ভিসে একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যেটি শুধু দুর্ঘটনার কাছে ব্যবহৃত হয়। বিমানবন্দরের মেডিক্যাল সেন্টার পরিচালিত হয় স্বাস্থ্য অধিদফতরের তত্ত্ববধানে। সেখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে।

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়