শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৫ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন দূতাবাস ঘেরাওসহ দেশটির পণ্য বর্জনের ষোষণা দিবে ইসলামী দলগুলো

রফিক আহমেদ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রত্যাহার না করলে আগামী ১৩ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও এবং মার্কিন পণ্য বর্জনের ঘোষণা দেবে হেফাজত, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন এবং ইসলামী ছাত্র মজলিশের শীর্ষ নেতারা। শনিবার তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এ কর্মসূচির কথা জানান।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রত্যাহার না করলে আমরা বাংলাদেশে মার্কিন পণ্য বর্জনের ঘোষণাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব। তিনি বলেন, জাতি সংঘের গৃহীত সিদ্ধান্তের পরিপন্থিজেরুজালেমকে ইসরায়েলের রাজধানীয় এতে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় বিঘ্নিত হবে। ১৯৬৭ সালের যুদ্দে দখলকৃত জেরুজালেমের ভূমিকে বেআইনীভাবে ইসরায়েলের ভূমি হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছিল। ১৯৬৭ সালে ইসরায়েল যুদ্ধে দখল করেছে জেরুজালেম।

ইসলাম বাংলাদেশ’র ঢাকা মহানগর আহবায়ক নূর হোসেন কাসেমি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় আগামী ১৩ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার এ ঘোষণার কথা জানা তিনি। কাসেমি বলেন, যতদিন পর্যন্ত রাজধানীর (জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি) এই সিদ্ধান্ত পরিবর্তন না হবে, আমাদের সংগ্রাম চলবেই।

এদিকে, একই দাবিতে সড়ক বন্ধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের নেতারা এ কর্মসূচি সফল কারার জন্য সাঙগঠনিকভাবে কাজ করছেন বরে এ প্রতিবেদককে জানান।

ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা শেখ লোকমান হোসাইন বলেন- ফ্রান্স- তুরস্ক, সৌদি আরবের মতো দেশগুলোর আহ্বানের তোয়াক্কা না করেই আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়