শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৭ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি প্রতিরোধ করতে পারলে প্রবৃদ্ধি দুই ভাগ বৃদ্ধি পাবে : মাহমুদুল হাসান

 

মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে পারলে বাৎসরিক প্রবৃদ্ধির হার শতকরা আরো দুই ভাগ বৃদ্ধি পাবে এবং দারিদ্রের হার ১০ শতাংশের নীচে নেমে আসবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।

দুর্নীতি প্রতিরোধে সেবা প্রদাণকারী কর্তৃপক্ষের পাশাপাশি সেবা গ্রহীতাদের ভূমিকা রাখার প্রতি তিনি গুরুত্ব আরোপ করার কথা বলেন ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশের উন্নয়নে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি অনুরোধ জানান ।

শনিবার আর্ন্তজাতিক দুর্নীতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক আয়োজিত আলোচনা সভায় এসব কথা জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান।

সনাক সদস্য সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, , নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম. মনজুর রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ ড. মোঃ সিরাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মসিউল করিম বাবু। ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য জনাব উম্মে সালমা হ্যাপি।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো জানান, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে কাজ করার লক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ পাস করেছে। তাই দুর্নীতি প্রতিরোধ করতে আমাদেও সবাইকে সচেতন হবে। নিজে সচেতন না হলে অন্যরা সুযোগ নেবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়