শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০১:২৫ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে : নিকি হিলি

কামরুল আহসান : জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হিলি বলেছেন, জাতিসংঘ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানি হিসেবে ঘোষণা করার পর চারদিকে সমালোচনার ঝড় ওঠে।। জাতিসংঘও তার সমালোচনা করলে জাতিসংঘের এক জরুরি বৈঠকে নিকি হিলি বলেন, জাতিসংঘ শান্তি প্রক্রিয়াড নেতিবাচক শক্তি হিসেবে কাজ করছে। তিনি জাতিসংঘের আরো সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘ কোনো ভূমিকাই রাখেনি, বরং, তাতে বিঘœ ঘটিয়েছে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজামেলকে ইসরালের রাজধানি এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে করে ফিলিস্তিনিরা বিক্ষোভে ফেটে পড়ে। বিশ্বের আরো অনেক দেশও এর সমালোচনা করে। তবে সৌদি-আরব ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য অনুরোধ করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এরকম কিছু খবর ছড়িয়েছে। নিকি হিলি তার বক্তব্যে আরো বলেন, বিশ্বের সব সব দেশেই, স্বাগতিক দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস থাকে, ইসরায়েলও এর ব্যতিক্রম হবে না। তেল আবিবে মার্কিন দূতাবাস আছে, কিন্তু, প্যালেস্টাইনের তো রাষ্ট্র হিসেবেই স্বীকৃতি নেই। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়ার মানে এই না যে যুক্তরাষ্ট্র তাদের সীমান্ত বা দেশের ওপর কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু, ফিলিন্তিনি জনগণের দাবি মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়ার মানে হচ্ছে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথ একেবারে বন্ধ করে দেয়া। জাতিসংঘও তাই মনে করে। আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়