শিরোনাম

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৭, ০১:২১ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাসপ্রথাকালেই আমেরিকা ছিল ‘মহান’: রয় মুর

সান্দ্রা নন্দিনী : সম্প্রতি টুইটারে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আলাবামা সিনেট-প্রার্থী রয় মুর। তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর তা নিয়ে যতটা তোপের মুখে ছিলেন, তারচেয়েও এখন অনেক বেশি সমালোচিত হতে হচ্ছে তাকে।

গত সেপ্টেম্বর মাসে ফেøারেন্সের এক শোভাযাত্রায় করা একটি মন্তব্যকে কেন্দ্র করেই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিতর্ক জন্ম নিয়েছে।

বহু আফ্রো-আমেরিকান তারকা ও রাজনীতিকদের সমাগমঘটা সেপ্টেম্বর মাসের সেই শোভাযাত্রায় এক আফ্রো-আমেরিকান দর্শক মুরকে জিজ্ঞাসা করেছিলেন, আমেরিকার স্বর্ণযুগ কখন ছিল বলে তিনি মনে করেন?
এর জবাবে মুর বলেছিলেন, আমি মনে করি যখন দাসপ্রথা ছিল তখন আমাদের পরিবারগুলো অনেক বেশি একতাবদ্ধ ছিল। পরিবারগুলো ছিল অনেক বেশি শক্তিশালী এবং একইসাথে আমাদের দেশও একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনায় চলছিল। টাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়