শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ১০:১০ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারকে রিয়াল সভাপতির আহ্বানের জবাব দিলেন পিএসজি কোচ!

এম এ রাশেদ: পিএসজি ছেড়ে নেইমার রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। শুক্রবার এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে প্রকাশেই রিয়ালে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন পেরেজ।

রিয়াল সভাপতির এমন আহ্বানের পাল্টা জবাব দিতেও দেরি করলেন না পিএসজির কোচ উনাই আমরি। রিয়াল সভাপতিকে ইঙ্গিত করে পিএসজির এই স্প্যানিশ কোচ বললেন, ব্যক্তিগত বা দলীয় সাফল্য পেতে নেইমারের রিয়ালে যাওয়ার দরকার নেই! পিএসজিতে থেকেই নেইমার ব্যালন ডি’অর, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন।

বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফার ফিতে এই মৌসুমেই পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। কিন্তু এরই মধ্যে গুঞ্জন উঠেছে, পিএসজিতে মনটা বিষিয়ে উঠেছে নেইমারের। ব্রাজিলিয়ান তারকা তােই পিএসজি ছেড়ে পাড়ি জমাতে চাইছেন রিয়ালে।

এই গুঞ্জনকে উসকে দিয়ে পেরেজ সরাসরিই নেইমারকে রিয়ালে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার পঞ্চম বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। ৩২ বছর বয়সী রোনালদোর প্রশংসা করতে গিয়েই প্রকারান্তরে নেইমারকে রিয়ালে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বসেন পেরেজ।

রিয়াল সভাপতি স্পষ্টই স্পষ্ট করেই বলেন, ‘ব্যালন ডি’অরের ভোটের লড়াইয়ে তৃতীয় হয়েছে নেইমার। অন্য নতুন নামও আসতে পারত। কিন্তু আমি মনে করি ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গায় পৌঁছানোটা নেইমারের জন্য কঠিনই হবে। তবে আমি এটাও মনে করি, সান্তিয়াগো বার্নাব্যুতে এলে তার ব্যালন ডি’অর জয়ের সুযোগ আরও বাড়বে।’

কেন? তার ব্যাখ্যায় দেন রিয়ালের সাফল্য পিপাসু সভাপতি, ‘রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যারা কাউকে সেরা ফুটবলার হতে সব সুযোগ সুবিধাই দেয়। রিয়ালের সুনাম বিশ্বজুড়ে।’

কথাটা কানে যাওয়ার পর এক মুহূর্তও দেরি করেননি উনাই আমরি। পিএসজির স্প্যানিশ কোচ পেরেজকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তিনি (ফ্লোরেন্তিনো পেরেজ) হয়তো নেইমারকে রিয়ালে স্বাগতই জানাবেন। কিন্তু মনে রাখতে হবে, সে পিএসজিতে আছে। সে পিএসজির খেলোয়াড়। আর আমার আত্মবিশ্বাস্য যে, নেইমার পিএসজিতে থেকেই দলীয় এবং ব্যক্তিগত পুরস্কার জিততে পারবে।’ গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়