শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৭ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্র সম্পদ কাজে লাগাতে দরকার সকলের সম্মিলিত অংশগ্রহণ: অর্থমন্ত্রী

মতিনুজ্জামান মিটু : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সমুদ্র সম্পদ কাজে লাগানোর জন্য সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। শনিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি এই সম্মেলনের আয়োজন করে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, ‘সবাই মিলে সমুদ্র সম্পদ আহরণ এবং সেটা মানবকল্যাণে কাজে লাগাতে হবে। আমরা ১৪৩ বর্গকিলোমিটার স্থলভূমির উন্নত ব্যবহার নিশ্চিত করতে পারলেও জলভূমিকে কাজে লাগাতে পারিনি। জলভূমির জন্য প্রাথমিক জরিপ হয়েছে। কিন্তু ফলাফলের পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দক্ষতা এবং প্রয়োজনীয় জনবল ও সক্ষমতার অভাবে সমুদ্র সম্পদকে কাজে লাগানো যাচ্ছে না। সমুদ্রে আমাদের জাহাজ নেই। অন্যদেশ মাছ ধরে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, র‌্যাংকস গ্রুপের ভাইস চেয়ারম্যান আমানুউল্লাহ চৌধুরী, এসইআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড.এফ এইচ আনসারী, ভারতের বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর নিমাই চন্দ্র সাহাসহ প্রমুখ।

সম্মেলনের মূল প্রতিপাদ্য “ বাংলাদেশের সমুদ্র অর্থনীতি সম্ভাবনা শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন” পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব) মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রাণী বিজ্ঞান সমিতির সভাপতি খান হাবিবুর রহমান। প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়