শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হয়তো ভুলে গেছেন, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি দেশ শাসন করেছিলো

 

ড. খন্দকার মোশাররফ হোসেন : প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বিএনপির সাথে সমঝোতা হবে না। একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি এভাবে কথাটি বলা ঠিক হয়নি। এটা সময় বলে দিবে সমঝোতা হবে, নাকি হবে না। আমরা আমাদের কথা বলে দিয়েছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা তার দাবী করেছি। এখন সরকার দাবী মানবে কি-না এটা তাদের ব্যাপার। আমরা আমাদের কাজ করে যাব। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবীতে আমরা অটল থাকবো।

বিএনপি কোনো তুচ্ছ দল নয়। দেশে বিএনপির একটি স্ট্যান্ড আছে। আমরা দাবী আদায় করেই নির্বাচনে যাবো। আর দাবী আদায় করার মতো ক্ষমতা বিএনপির আছে। নাকে খত দিয়ে বিএনপিকে নির্বাচনে যেতে হবে না। প্রধানমন্ত্রী হয়তো ভুলে গেছেন, বিএনপি এদেশে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, দেশ শাসন করেছিলো। যারা বিএনপিকে ভালোবাসে, যারা মন থেকে বিএনপি করে তারা এখনো দেশেই আছে। তারা দেশ থেকে চলে যায়নি।

বিএনপিকে তুচ্ছ মনে করা আওয়ামী লীগের একটি হীনমন্যতা। এতে আবার বোঝা গেল আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তারা যে সৈরাচারী হয়ে গেছে, এটা তারই বহিঃপ্রকাশ। এখন আমরা আগামী নির্বাচন নিয়ে আলোচনায় বসব। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু করতে যা করা লাগবে তার দাবীতে সরকারকে বাধ্য করব। নাকে খত দিয়ে নির্বাচন করতে হবে না আমাদের।

পরিচিতি : স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়