শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:০৭ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের সাথে ঘর বেধেছে বিএনপি

অধ্যাপক শাহেদা ওবায়েদ  : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামায়াতে ইসলামকে ছাড়তে পারবে না এবং ছেড়ে দেওয়ার কোনো উপায়ও নেই। কারণ, জামায়াত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। তবে জামায়াত তাদের রাজনৈতিক কার্যক্রম গোপনে করে। তাদের কোনো রাজনৈতিক নেতাদের চেনা যায় না। সেইসাথে জামায়াত একটি কঠোর সংগঠন। বিএনপির নির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের ভিত্তি দুর্বল। বিএনপি সারা জীবন জামায়াতের উপর নির্ভর করে চলে আসছে। এখন আবার নির্বাচনের সময় বিএনপির যখন শোডাউনের জন্য লোকজনের দরকার হবে, আন্দোলনের দরকার হবে, মারপিট করার জন্য ক্যাডার বাহিনী দরকার হবে। কেননা জামায়াত রগকাটার রাজনীতিতে পটু। তখন জামায়াতের লোকজন না থাকলে মারপিট কিভাবে করবে? প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিএনপির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে জামায়াত। সেই সাথে আরো অনেক বিষয় আছে। যেমন ধরুন, জামায়াতের প্রচুর টাকা আছে। বিএনপি নিজেদের নির্বাচনে জামায়াতের টাকা খরচ করে। আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতের শক্ত লবিং আছে যা বিএনপির নেই। জামায়াতের সেই লবিং বিএনপি নিজেদের কাজে ব্যবহার করে। তাহলে বিএনপি যেহেতু জামায়াতের কাছ থেকে সবধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকে, সেক্ষেত্রে বিএনপির পক্ষে জামায়াত ছাড়া কোনোভাবে চলা সম্ভব নয়। বিএনপি যদি কোনো কারণে জামায়াত ছেড়ে দেয়, তাহলে জামায়াত কিন্তু বিএনপিকে সহজে ছেড়ে দেবে না। বিএনপিকে ধ্বংসের রাস্তায় পৌছে দেবে। সাধারন মানুষ মনে করে, জামায়াতের সাথে থেকে বিএনপির ক্ষতি হচ্ছে, জামায়াত বাংলাদেশের রাজনীতিতে নেই। আসলে বিএনপি কিন্তু তা মনে করছে না। বিএনপি মনে করছে, জামায়াতের সাথে থেকে বিএনপি লাভবান হচ্ছে। তাদের কাছে জামায়াত আগে যেমন ছিল এখনো তেমনই আছে।
পরিচিতি : শিক্ষাবিদ ও রাজনীতিক
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়