শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা কৌশলে পরপর দু’বার দেশ পরিচলনার দায়িত্বে আছে

 

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল : ১৯৭৫ সালে আওয়ামী লীগ নাকে খত না দিয়েই দল বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলো। আবার নাকে খত না দিয়েই জিয়াউর রহমান সাহেবের করুনায় আওয়ামী লীগ দল গঠন করেছিলো। সেদিক থেকে আওয়ামী লীগ বড় ধরনের কোনো ভুল করুক এটা আমরা চাই না। ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি সরকার প্রধানের মুখ থেকে এমন অহংকারী কথা-বার্তা বলা উচিত নয়। রাজনীতির কোনো ব্যাকরণের মধ্যে এটি পড়ে না। নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসবে, এটা কেমন কথা? আর কিছু অসত্য প্রচারণা আছে আওয়ামী লীগের, যে প্রচারণাগুলো প্রমাণিত হলে তারা নিজেরাই বিব্রত হয়।

এই হিসেবটিও তাদের কাছে নেই। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে আজ অবধী আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা কৌশলে পরপর দু’বার দেশ পরিচালনার দায়িত্বে আছে। এতে তাদের ভেতর অহংকারবোধ জন্ম নিয়েছে। তাই কখন কি কথা বলে, ঠিক থাকে না। যে প্রতিপক্ষকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই বিএনপি যে ভোটের মাধ্যমে বা জনসমর্থনে তাদের থেকে কখনো কখনো বেশি বা কখনো তাদের কাছাকাছি এটা তারা ভুলে গেছে। আমি মনে করি, এসব বিষয়গুলো মাথায় রেখে আওয়ামী লীগের কথা বলা উচিত। বিএনপি কোনো তুচ্ছ দল নয়। এই দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে সরকার প্রধান করেছিলো। নাকে খত দিয়ে এই সরকারের অধিনে নির্বাচন করতে হবে না। বরং সরকারই বাধ্য হবে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন দিতে। জনগনের ভোটের অধিকারের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এক সময় বলেছিলেন।

আর বর্তমান প্রেক্ষাপটে একটি সুষ্ঠু, নিরোপেক্ষ নির্বাচন কিভাবে করতে হবে, সেটি আওয়মী লীগের মুখ থেকে আসতে হবে। আমরা আমাদের দাবির প্রতি অটল আছি, অটল থাকব। আমরা চাই সরকার নিজেরা বসেই সমাধান করুক, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। দেশের সব মানুষেরই দাবি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। এই দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে চায় । বিনা ভোটের সরকার এটা চায় না। তাই জনগণের আশা, একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করতে সরকাররর যা যা করা দরকার তা করতে হবে। আর না হলে জনগণ সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করবে।

পরিচিতি : যুগ্ম মহাসচিব, বিএনপি
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়