শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসের সেরা খেলোয়াড় আমি: রোনালদো

মো. মোস্তাফিজুর রহমান: টানা দ্বিতীয় ও মোট পঞ্চমবারের মতো ব্যালন ডি অর জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর। মেসি-নেইমারদেরকে টপকে ২০১৭ এর ব্যালন ডি অর জিতলেন তিনি। আর এ পুরস্কার জয়ের পর নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন পর্তুগালের এই অধিনায়ক।

ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি সবার সিদ্ধান্তকেই সম্মান করি। তবে কখনও আমি এমন কাউকে দেখিনি যে আমার চেয়ে ভালো। আমি যা করি, কোনো খেলোয়াড়ই তা করতে পারে না। আমার চেয়ে পরিপূর্ণ খেলোয়াড় একজনও নেই। আমি দুই পায়েই ভালো খেলি, দ্রুত দৌড়াই। আমি শক্তিশালী, হেডেও ভালো। আমি গোল করি এবং করাই। অনেকে নেইমার বা মেসিকে সেরা ভাবে। কিন্তু আমি আপনাদের বলবো, আমার চেয়ে পরিপূর্ণ খেলোয়াড় নেই। ভালো ও খারাপ মুহূর্ত উভয় দিক থেকেই আমি ইতিহাসের সেরা খেলোয়াড়।’

ব্যক্তিগত অর্জন নিয়ে রোনালদো আরও বলেন, ‘কেউ আমার চেয়ে বেশি ব্যক্তিগত ট্রফি জিততে পারেনি। আমি শুধু ব্যালন ডি অরের কথা বলছি না। কেউ কেউ মনে করেন এটা জিমের ফলাফল। আসলে এটা অনেক জিনিস সমষ্টি। ফ্লয়েড মেভেদার এবং লেব্রন জেমস মত কিংবদন্তিরা সুযোগ দ্বারা তাদের শীর্ষ পর্যায়ে যেতে পারেনি। শীর্ষে থাকা এবং সেখানে থাকার জন্য, আপনার অন্যদের তুলনায় আরো প্রতিভা থাকতে হবে।’

ব্যালন ডি’অরে মেসির আধিপত্য দেখে খুবই রাগ হতো পর্তুগিজ অধিনায়কের। এ নিয়ে রোনালদো জানান, ‘আমি মেসির আগে ব্যালন ডি’অর জিতলেও এরপরও টানা চারবার জিতে সে আমাকে টপকে যায়। তারপর, সামান্য সামান্য করে আমি সামনে এগিয়ে চলি। আমি ধৈর্য ধরেছি এবং চারটি ব্যালন ডি'অর জিতেছি।’ গোলডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়