শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫০ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইহুদিদের সন্তুষ্ট করতেই ট্রাম্পের এই ঘোষণা (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের আগের তিনজন প্রেসিডেন্ট এই বিষয়ে কোন প্রকার কথা বলেননি। তারা এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। কিন্তু ট্রাম্প কেন এটাকে স্বীকৃতি দিলো? আসলে বিষয়টি হচ্ছে ট্রাম্পের নির্বাচনের সময়ে যে সকল ইহুদিরা কাজ করেছে তারা এতো দিন কিছুই পায়নি। তাই তারা ট্রাম্পের উপর ক্ষুব্ধ। ট্রাম্প তাদেরকে সন্তুষ্টু করার জন্যই মূলত এই কাজটি করেছে। এটা সবার কাছেই পরিষ্কার।

শুক্রবার দিবাগত রাতে চ্যালেন আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজা।

তিনি আরো বলেন, ট্রাম্পের যে পররাষ্ট্র নীতি সেটা আসলে ব্যর্থ নীতিতে পরিণত হয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়াকে ট্রাম্প যে হুমকি ধামকি দিয়েছে সেগুলোর বিষয়ে কোন কাজই সে করেনি। এই সকল কারণে মার্কিন জনগণের দৃষ্টিকে অন্য দিকে ফিরিয়ে নিতেই হয়তো ট্রাম্প এই কাজটা করেছে।

গোলাম মোর্তোজা আরো বলেন, ট্রাম্পের এই ঘোণার কারণে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আমেরিকার কথামত চলে তারা অনেকটা বিপদে পড়ে গেলো। সেই দেশগুলোর জনগণ এখন মার্কিন বিরোধী অবস্থান নিয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতির আরো একটা দূর্বলতা প্রকাশ পেয়ে গেছে। সেটা হলো মার্কিনের সাথে যে দেশগুলোর সম্পর্ক ভালো তারাও মার্কিনকে সমর্থন করছে না। ট্রাম্পের এই ঘোষণার কারণে ফিলিস্তিনিদের আরো বেশি মূল্য দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়