শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে সাকিবের ঢাকা

এম এ রাশেদ : কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৯৬ রানের বিশাল জয় পেয়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস।

এদিকে কুমিল্লা হারলেও ফাইনালে উঠার জন্য তাদের সামনে সুযোগ রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় এলিমিনেটর ম্যাচে জয়ী দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৯২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৯৫ রান সংগ্রহ করে অলআউট হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা ডায়নামাইটসের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ২টি, সাকিব আল হাসান ২টি, সুনিল নারিন ১টি, শহীদ আফ্রিদি ৩টি ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায়। ‘ডাক’ মেরে ফিরে যান লিটন দাস। বোলার মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ হন লিটন দাস। দ্বিতীয় ওভারে জস বাটলারকে বোল্ড করেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারে ইমরুল কায়েসকে বোল্ড করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

দলীয় ৫৫ রানে আবু হায়দার রনির বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ হন মারলন স্যামুয়েলস। ইনিংসের দশম ওভারে তামিম ইকবাল ও ডোয়াইন ব্রাভোকে আউট করেন শহীদ আফ্রিদি। তামিম ইকবাল স্ট্যাম্পিং হন। আর ডোয়াইন ব্রাভো এলবিডব্লিউ হন।

১১তম ওভারে রান আউট হন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩তম ওভারে সাকিব আল হাসানের বলে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন শোয়েব মালিক। ১৭তম ওভারে সুনিল নারিনের বলে স্ট্যাম্পিং হন হাসান আলী। ১৮তম ওভারে শহীদ আফ্রিদির বলে এভিন লিউইসের হাতে ক্যাচ হন আল-আমিন হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন এভিন লিউইস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে হাসান আলী ৩টি, শোয়েব মালিক ১টি ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শহীদ আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়