শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:০০ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার নিরাপত্তায় নীতিমালার বাস্তবায়ন জরুরি

আরিফুর রহমান তুহিন: সাইবার নিরাপত্তা প্রণীত খসড়া নীতিমালাটি দ্রুত বাস্তবায়ন জরুরি। একই সাথে সাইবার নিরাপত্তা নিশ্চিতে কড়াকড়ি আইন প্রণয়নের চেয়ে ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। শুক্রবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ওয়ার্ল্ড’ এর তৃতীয় দিনে ‘সাইবার সিকিউরিটি ফর পাবলিক সার্ভিস’ শীর্ষক এক সেমিনারে আলোচকরা একথা বলেন।

যুক্তরাষ্ট্রের হুজটন কোম্পানির সিনিয়র আইটি এক্সিকিউটিভ আজাদুল হক বলেন, ‘হ্যাকাররা প্রতি মুহূর্তে অপেক্ষায় থাকে কখন গোটা একটা দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। যত আইন বা কড়াকড়ি প্রয়োগ করা হোক না কেনো, কোনো কাজ হবে না। হ্যাকাররা অতটা বোকা নয়, ওরাও যথেষ্ট মেধা নিয়ে কাজ করে। তাদের ঠেকাতে হলে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সাইবার নিরাপত্তার অবকাঠামোগুলো আরো বেশি উন্নত করতে হবে। সাইবার নিরাপত্তার আইনি কাঠামোতেও আনতে হবে পরিবর্তন।

বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক দেবদুলাল গুহ বলেন, ৮০ শতাংশ হ্যাকিং হয় গ্রাহকদের অসচেতনতার কারণে। এই গ্রাহকদের অনেকেই অ্যান্টিভাইরাস ব্যবহার করলেও তারা প্রতিকার পাচ্ছেন না। ভুলের মাশুল হিসেবে তারা আইনি জটিলতার মুখেও পড়তে পারে।

তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী তপন কান্তি সরকার বলেন, হ্যাকারদের প্রতি কঠোর না হয়ে তাদের মেধাকে সঠিক পথে কাজে লাগাতে হবে। এটা করতে পারলে তাদের মাধ্যমে সরকার বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে।

বাংলাদেশ পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল হারুন অর রশিদ বলেন, বিশ্ব জুড়ে ট্রান্স-নেশন সাইবার ক্রাইম মোকাবেলায় আইনি কার্যক্রম নিতে গেলে পুলিশকে নানা দেশের আইনি জটিলতার মুখে পরতে হয়। ফলে অনেক সময়ই সঠিকভাবে কাজ করতে পারে না। আইনের ফাঁকফোকড় গলে পার পেয়ে যায় হ্যাকার।বাস্তবায়নের পথে থাকা ডিজিটাল সিকিউরিটি আইনটি বাস্তবায়ন হলে দেশের সাইবার ক্রাইম মোকাবেলায় আরো বেশি সক্রিয় ভূমিকা রাখবে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়