শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৫ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ির নাট খুলে যাওয়া স্বাভাবিক না নাশকতা : আইভি

মনজুর আহমেদ অনিক,নারায়ণগঞ্জ :  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তাকে বহনকারী সরকারি জিপের একটি চাকার ছয়টি নাট খুলে যাওয়ার ঘটনাটি ‘শঙ্কা’র। বিষয়টি অস্বাভাবিক এটি খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে নাট খুলে যাওয়ার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পুলিশের কর্মকর্তাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এটি নাশকতার কিনা তা দ্রুত তদন্তের প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার দুপুরে মেয়র আইভী বলেন, একসঙ্গে একটি চাকার ছয়টি নাট খুলে যাওয়া অস্বাভাবিক। এটি শঙ্কার। তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, আমি এ বিষয়ে বিশেষ কিছুই ভাবছি না। সিটি করপোরেশনের উন্নয়ন নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার ভাবনা মানুষকে উন্নত সেবা নিয়ে। কিভাবে মানুষের দূর্ভোগ লাঘব করা যায়। সেটিই আমার কাছে সবচেয়ে বড় ভাবনার বিষয়।

নাসিকের প্রধান নির্বাহী এহতেশামুল হক বলেন, মেয়রের ঘটনাটি’র জন্য তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, বিষয়টি উদ্বেগের, তদন্ত হওয়া প্রয়োজন। গাড়ি ও গ্যারেজ সিটি করপোরেশনের। তাই সিটি করপোরেশনের উচিত তদন্ত করে দেখা- এটি নিছক দূর্ঘটনা না অন্যকিছু। শুনেছি পুলিশও তদন্ত করছে। আশা করি, তদন্তে সবকিছু বের হয়ে আসবে।

গাড়িচালক বিল্লাল হোসেন জানান, মেয়রকে বহনকারী সরকারি জিপটি সিটি করপোরেশনের নিজস্ব গ্যারেজে মেরামত করা হচ্ছে।গত ২ ডিসেম্বর রাজধানীর বনানীতে কী ঘটেছে এবং পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

তদন্ত করছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দিন, সদর মডেল থানার ওসি মীর শাহীন পারভেজ ও তিনি নিজে মেয়র আইভীর সঙ্গে কথা বলেছেন। গ্যারেজের লোকজন, গাড়ির ড্রাইভার, মেয়রের বডিগার্ডসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পরই বলা যাবে আসলে কী ঘটেছিল।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক বলেন, চাকার নাট নিজে নিজে খুলেছে, নাকি কেউ ইচ্ছে করে নাশকতার উদ্দেশ্যে খুলে রেখেছিল- এই দু’টি বিষয় মাথায় রেখে অনুসন্ধান চলছে। তদন্ত একটি পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।

গত ২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জানাজায় অংশ নিতে সরকারি জিপে করে নারায়ণগঞ্জ থেকে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বনানী যাচ্ছিলেন। পথে বনানী সিগন্যাল এলাকায় শব্দ শুনতে পেয়ে চালক গাড়ি থামিয়ে দেন। তিনি দেখতে পান গাড়ির পেছন দিকে বাম পাশে একটি চাকার ছয়টি নাটের মধ্যে তিনটি নেই। বাকি তিনটি নাটও খুলে গিয়েছিল। পরে অন্য একটি গাড়িতে করে বনানী যান মেয়র আইভী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়