শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০৭ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে উলফার শান্তি আলোচনায় বাধা বাংলাদেশ : বারটিল লিন্টনার

মাছুম বিল্লাহ : ভারত সরকারের সঙ্গে উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়ার শান্তি আলোচনায় বাংলাদেশ বাধা হয়ে দাড়াবে বলে মন্তব্য করেছেন সুইডিস সাংবাদিক বারটিল লিন্টনার। আসামের প্রভাবশালী নিউজ চ্যানেল প্রতিদিন টাইমের কাছে তিনি এ মন্তব্য করেছেন।

বারটিল লিন্টনার বলেন, ‘পরেশ বড়ুয়া দৃঢ় মনের মানুষ। ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় সে কখনো বসবে না। যদিও শান্তি আলোচনায় কথা ভাবে তাহলে বাংলাদেশ, চীন ও পাকিস্তান তাকে বাধা দেবে। কারন এই তিন দেশের বহু গোপন তথ্য তার কাছে রয়েছে। এ জন্য তিনটি দেশ ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বাধা দেবে।’

আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলনরত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা-স্বাধীন) কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার সঙ্গে একাধিকবার সাক্ষাতকারী এই সাংবাদিক বিগত চার দশক ধরে এশিয়ার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিয়ে সংবাদ সংগ্রহ এবং গবেষণা করছেন। এ নিয়ে তিনি একাধিক বইও লিখেছেন।

সংবাদ সংগ্রহের জন্য আসাম থেকে পায়ে হেটে মিয়ানমার ভ্রমণ করা এই সাংবাদিক দাবি করেন, ‘উত্তর-পশ্চিম মিয়ানমারে উলফার বহু শিবির রয়েছে। নাগাল্যান্ড ও মনিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের শিবিরে উলফার ক্যাডাররা আশ্রয় নিয়েছে।’

উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছুই জানেন না জানিয়ে সাংবাদিক বারটিল বলেছেন, ‘উলফা প্রধানের বর্তমানে দক্ষিণ চীনের কোন একটি এলাকায় অবস্থান করছেন।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়