শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫০ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করতে হবে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে।

বেগম রোকেয়া দিবস উদ্যাপন এবং বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান উপলক্ষে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রতি বছরের ন্যায় এবারও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বেগম রোকেয়া দিবস ২০১৭’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন,‘আজকের এই দিনে আমি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।’

রাষ্ট্রপতি বলেন, বেগম রোকেয়া নারীমুক্তি, সমাজ সংস্কার ও প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ। কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিধিনিষেধের অন্ধকার যুগে শৃঙ্খলিত বাঙালি মুসলিম নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম রোকেয়া পর্দার অন্তরালে থেকেই নারীশিক্ষা বিস্তারে প্রয়াসী হন এবং মুসলমান মেয়েদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির পথ সুগম করেন।

হামিদ বলেন, সামাজিক নানা বিধিনিষেধ, নিয়ম-নীতির বেড়াজাল অগ্রাহ্য করে তিনি (রোকেয়া) আবির্ভূত হন অবরোধবাসিনীদের মুক্তিদূত হিসেবে। তিনি বলেন, ‘আমি আশা করি, বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় প্রেরণা যোগাবে।’

বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকই নারী এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নারী পুরুষের সমান অংশীদারিত্ব ব্যতীত টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্ত করণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ‘শেখ হাসিনার বরতা-নারী পুরুষ সমতা’ এই বার্তার বাস্তবায়ন প্রতিফলিত হচ্ছে দেশের সর্বত্র।

আবদুল হামিদ বলেন,নারীর উন্নয়নে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ও বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ প্রণয়ন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্রবাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীর ক্ষমতায়নে এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী জাতিসংঘ ‘এমডিজি এ্যাওয়ার্ড’, ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অভ্ চেঞ্জ’ এওয়ার্ডে ভূষিত হয়েছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল-মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

রাষ্ট্রপতি বলেন,বেগম রোকেয়ার জীবনাদর্শ, কর্মস্পৃহা যুগে যুগে নারীদের প্রেরণা যোগায়, তাদের সাহসী ও প্রতিজ্ঞ করে তোলে।। আজ যারা বেগম রোকেয়া পদক পেলেন, তাদের সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। সাধুবাদ জানান বেগম রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ সকল নারীকে। সূত্র: বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়