শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজিতে বঙ্গবন্ধুর ভাষণ; ইতিহাস গড়লো আরিয়ান

ইলিয়াছ রিপন, মিরসরাই (চট্টগ্রাম) : ইতিহাসের পাতায় নতুন চমক বঙ্গবন্ধুর ইংরেজি ভাষণ। ঐতিহাসিক ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ঠিক সেইভাবেই আন্তর্জাতিক ভাষায় ভাষণ দিলো চট্টগ্রামের মিরসরাইয়ের ইশতিয়াক ইসলাম আরিয়ান।

উপজেলার বারইয়ারহাট সাইনিং স্কুল এন্ড কলেজের অ্যানুয়েল কালচারাল ফেষ্টিভ্যাল অনুষ্ঠানের বিশেষ আর্কষণ হিসেবে মঞ্চে উঠে ৪র্থ শ্রেণীর ছাত্র বিষ্ময় বালক আরিয়ান।

তার পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা। তার ওপর একটি কালো মুজিব কোট। মঞ্চে উঠে আরিয়ান যেন আগুন ঝরাল। একটুও না থেমে প্রথমে অনর্গল সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইংরেজিতে বক্তৃতা দিয়ে গেল।

রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দিয়ে গোটা জাতিকে একটি পতাকাতলে জড়ো করার মধ্য দিয়ে পরবর্তীতে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন।
ঠিক সেভাবে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিষ্ময় বালক আরিয়ান বঙ্গবন্ধুর সেই ভাষণ ইংরেজি ভাষায় পাঠ করলো। এ সময় তার একটি হাত পেছনে, একটি জনগণের উদ্দেশে সামনে। সেই হাত নেড়ে নেড়ে অবিকল বঙ্গবন্ধুর সেই ভাষণ ইংরেজি অনুবাদে শোনা গেলো আরিয়ানের কণ্ঠে।

ছোট্ট কোমলমতি এ শিশুটির প্রতিভা দেখে দর্শনার্থী সারিতে বসা সবাই মুগ্ধ। বালক আরিয়ানের ভাষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ‘হাজার কবিতায় বঙ্গবন্ধু, টুঙ্গিপাড়ায় জন্ম তোমার, কন্যার নাম শেখ হাসিনা’ গ্রন্থের রচয়িতা মহাকবি কাইয়ুম নিজামী তাকে অভ্যর্থনা জানান। এসময় আরিয়ানের হাতে কন্যার নাম শেখ হাসিনা’ গ্রন্থটি তুলে দেন।

সাইনিং স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিন জানান, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ।

আর্ন্তজাতিক ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ আরিয়ানের মাধ্যমে উপস্থাপন ইতিহাসের নতুন রেকর্ড। বিস্ময় বালক আরিয়ানের পুরো ভাষণটি প্রমোট করে বিশ^ দরবারে বঙ্গবন্ধুর আর্দশকে ছড়িয়ে দিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান সৈয়দ আলিম উদ্দিন।

আরিয়ানের ইংরেজি ভাষণের নেপথ্যের কারিগর স্কুলের প্রিন্সিপাল মোঃ ইমাম হোসেন বলেন, আরিয়ানের প্রতিভা অতুলনীয়। আমার আত্মবিশ^াস ছিলো তাকে দিয়ে হবে। স্বল্প সময়ের মধ্যে সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তব্য ইংরেজিতে রপ্ত করতে পেয়েছে। এটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের সর্বপ্রথম ইংরেজি ভাষণের বক্তৃতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়