শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামীলীগ আমাকে বহিস্কারের ক্ষমতা রাখেনা : মেয়র প্রার্থী লাবু

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) : সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য দল না করেও আমাকে বহিস্কার করা হয়েছে এমন অভিযোগ দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামীলীগের উপর এনেছে, বিরল পৌর সভার মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তানজিউল ইসলাম লাবু।

শুক্রবার সকাল ১১ টায় বিরল প্রেসক্লাব চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

লাবু বলেন, আমার জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগ বহিস্কারের নাটক সাজিয়ে প্রচার চালাচ্ছে। আমি পূর্বে যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম।

গত ২০১৩ সালে পদ ছেড়ে দেয়ার পর আমি নিজেকে আর রাজনীতির সাথে সম্পৃক্ত করিনি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আওয়ামীলীগের সাথে আমার কোন সম্পর্ক নেই।

ফলে আওয়ামীলীগ আমাকে বহিস্কারের ক্ষমতা রাখেনা। এসময় উপস্থিত ছিলেন, লাবুর প্রস্তাব ও সমর্থনকারী কামরুজ্জান ভোলা ও আজগার আলীসহ সমর্থক বৃন্দ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু যৌথ স্বাক্ষরে তানজিউল ইসলাম লাবুকে বিদ্রোহী প্রার্থী উল্লেখ করে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বহিস্কার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়