শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৭ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়োজক হতে বাদ যেতে পারে ভারত

আক্তারুজ্জামান: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের পুনরাবৃত্তি হতে যাচ্ছে বড়দের এশিয়া কাপেও। ২০১৮ সালের আগামী এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু ভারত সরকার পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দিতে এখনও রাজি হয়নি। আর এ কারণেই আগামী এশিয়া কাপের আয়োজকের দায়িত্ব অন্য কোন দেশের ওপর দিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এ বছরের নভেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আয়োজক দেশ ছিল ভারত। কিন্তু ভারত সরকার পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা না দেয়ায় এসিসি ঐ টুর্নামেন্টের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিয়েছিল মালয়েশিয়ায়।

দু’দেশের রাজনৈতিক অঙ্গনে ঠা-া যুদ্ধের কারণে ২০১২-১৩ মৌসুমের পর দ্বিপক্ষীয় সিরিজ সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। আর এ কারণেই বৈশি^ক কোন টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। যেমন, এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দল দুটি।

এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত না আগামী বছরের এশিয়া কাপের ভাগ্যে কি ঘটবে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘কেন্দ্র থেকে যেহেতু পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে আমন্ত্রণ জানানোর অনুমতি পাওয়া যায়নি, সিনিয়রদের ক্ষেত্রেও মনে হয় না এটা সম্ভব।’

এবছরই ভারত আয়োজন করেছিল এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিয়েছেন পাকিস্তানের অ্যাথলেটরা। তবে ক্রিকেটের বেলায় সরকারের যুক্তি আলাদা বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা, 'সরকারের মতে ক্রিকেটের বিষয়টি আলাদা, কারণ দুই দেশের মানুষেরই আবেগ জড়িত এখানে। আমরা সরকারকে অনুরোধ জানিয়েছি, কিন্তু কোন প্রতিউত্তর পাইনি।' তাই এই কর্মকর্তার মতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এসিসিকে জানানোর সময় এসে গেছে, 'এসিসিকে খুব দ্রুত আমাদের সিদ্ধান্তের কথা জানানো উচিত। কারণ অন্য আয়োজক দেশ নির্ধারণ করা এবং সেই দেশের সবধরণের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে আয়োজন করা সময়সাপেক্ষ ব্যাপার। -ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়