শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৮ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় সীমান্ত পথে আসছে মাদক

হ্যাপী আক্তার: হঠাৎ করেই মাদক আসতে শুরু করেছে সাতক্ষীরার সীমান্তবর্তী কালীগঞ্জ উপজেলায়। অবাদে আসছে, ফেনসিডিলসহ নেশা জাতীয় নানা দ্রব্য। তার পরও রহস্যজনক কারণে মাদক আসা বন্ধও হচ্ছে না। তবে পুলিশের দাবি এলাকা মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: যমুনা টিভি

কালীগঞ্জের বসন্তপুর সীমান্তে নদী পাড় হলেই প্রতিবেশী দেশ ভারত। উপজেলার খানজিয়া ও সোলপুর এলাকাও ভারতের কাছাকাছি। এলাকাবাসী বলছেন, এসব স্থান দিয়ে আগে থেকেই মাদক আসতো তবে বর্তমানে মাদক আসার পরিমাণ বেড়েছে অনেকগুণ। বিশেষ করে নদী পথ হওয়াতে বসন্তপুর দিয়ে আসছে মদ, গাজা ও ফেনসিডিলসহ নেশা জাতীয় সব দ্রব্য। গ্রামে গ্রামে গড়ে উঠেছে মাদকের বিশাল নেটওয়ার্ক। আশক্ত হচ্ছে উর্তি বয়সী যুবক।

এলাকাবাসীর অভিযোগ, ব্যবসার আড়ালে অনেকেই মাদক আনছেন। মাদকের বিষয়টি স্থানীয় প্রশাসন জানেন, তার পরেও আবার নতুন করে জানানোও হয়েছে। তার পরেও অজানা কারণে তেমন কোনো কাজ হয়নি। উল্টো দিনে দিনে সহজ লোভ্য হচ্ছে মাদক।

গত অক্টোবরে ৪ হাজার ফেনসিডিল জব্ধ করে পুলিশ। উদ্ধার হয় মদ গাজাসহ নেশা জাতীয় নানা দ্রব্য। পুলিশের দাবি কালিগঞ্জকে মাদক মুক্ত করতে অভিযান চলছে।

সাতক্ষীরা কালীগঞ্জ থানার ওসি সবীত দত্ত বলেন, কোনো মাদক ব্যবসায়ী ছাড় পাবে না। মাদক ব্যবসায়ী যত বড় রাজনৈতিক নেতার আশ্রয়ে থাকোক না কেন। তিনি আরো বলেন, কালীগঞ্জকে মাদক মুক্ত না করতে পারলেও মাদক নিয়ন্ত্রণে আনতে পারবেন তিনি ধীর সঙ্কল্প করেন।

মাদক আটকের ঘটনায় গত দুই মাসে দুটি মামলা হয়েছে তবে কেই ধরা পরেনি। আর ধরা ছ্ঁোয়ার বাইরেও মূল হোতারাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়