শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা

ফারমিনা তাসলিম : ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা পড়ে আছে অযত্নে। দীর্ঘদিনের পুরোনো ভবনের ভ্যাপসা পরিবেশে নষ্ট হচ্ছে শিল্পাচার্যের শিল্পকর্ম এবং ব্যবহার্য উপকরণ। দ্রুত ব্যবস্থা না নিলে ধ্বংস হতে পারে এসব অমূল্য জাতীয় সম্পদ।

আঠারো শতকের শেষদিকে ইংরেজ সাহেব মিস্টার বার্ডেন নির্মিত এই ভবনে ১৯৭৫ সালে যাত্রা শুরু করে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা। ভবনটিতে সংরক্ষিত আছে দেশের প্রাতিষ্ঠানিক শিল্প চর্চার পথিকৃৎ জয়নুল আবেদিনের মহামূল্যবান ৬৩টি তেলচিত্র ও শিল্পাচার্যের ব্যবহার্য নিদর্শনসমূহ। প্রতিদিন গড়ে ২০০ দর্শনার্থী টিকিট কেটে দেখতে আসেন এসব নিদর্শন।

সংগ্রহশালা চলছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই। বহুদিন ধরেই কাজ করে না শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের একটিও।

সংগ্রহশালার কর্মীরা বলেছেন, জয়নুল আবেদিনের সংগ্রহশালার মেয়াদ শেষ হয়েছে বহু দিন হলো। দেয়ালগুলোর বেহাল দশা। বৃষ্টির জল ছুঁয়ে পড়ে সংগ্রহশালার মেঝেতে চলে আসে। জয়নাল আবেদিনের মতো একজন বড় শিল্পীর সংগ্রহশালা হলো বাংলাদেশের জন্য জাতীয় সম্পদ। এভাবে নষ্ট হতে না দিয়ে অতি দ্রুত এ শিল্পকর্মগুলোকে নতুন ভবনে হস্তান্তর করা প্রয়োজন।

জয়নুল আবেদিন সংগ্রশালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুকুল দত্ত বলেন, আমরা বারবার নতুন ভবনের কথা জানাচ্ছি। আমরা আশা করি, একটা নতুন সংগ্রহশালা ভবন হোক। আমাদের ডিজি মহোদয়, সচিব মহোদয়রা নিয়মিতভাবে যোগাযোগ করছেন। জানতে পেরেছি এ অর্থবছর বা আগামী অর্থবছরের মধ্যে নতুন ভবনের কাজ শুরু হতে পারে।

কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার ফেরে পড়ে এই অগ্রগতি আসলে কী গতিতে হচ্ছে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। সবার আগে দরকার হুমকির মুখে থাকা শিল্পকর্মগুলোকে বাঁচানো।

এই যাদুঘর থেকেই ১৯৮২ সালে চুরি হয়ে যায় জয়নুলের আঁকা ১৭টি ছবি। ১৯৯৪ সালে গোয়েন্দারা ১০টি ছবি উদ্ধার করতে পারলেও বাকি সাতটির হদিস এখনো মেলেনি।

সূত্র - ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়