শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৯ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে হবে: রাজনাথ

আবু সাইদ: বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া পূর্ব ভারতের পাঁচ রাজ্যকে রোহিঙ্গাদের ঢোকা ও অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে অধিক সতর্ক থাকার পরামর্শ দিলেন রাজনাথ সিংহ।

বৃহস্পতিবার, নবান্নে ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন ভারতের কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ, অসম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরা। সেখানেই তিনি জানান, শীঘ্রই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ইউনিফায়েড কম্যান্ডের ধাঁচে একটি বর্ডার প্রোটেকশন গ্রিড তৈরি করা হবে।

এই প্রসঙ্গে রাজনাথ বলেন, ৪,০৩৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তকে নিশ্ছিদ্র করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে এই গ্রিড। এতে বহুস্তরীয় নিরাপত্তা-বলয় থাকবে। রাজনাথ যোগ করেন, এই গ্রিডে থাকবে ফিজিক্যাল ব্যারিয়ার (কাঁটাতার), নন-ফিজিক্যাল ব্যারিয়ার (লেজার), নজরদারি, গোয়েন্দা তথ্য, রাজ্য পুলিশ, বিএসএফ এবং অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা।

রাজনাথ বলেন, রোহিঙ্গা ও অন্যান্য অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকা ঠেকাতে  রাজ্য সরকারগুলিকে আরও সতর্ক থাকতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, কেন্দ্রের অন্যতম লক্ষ্য হল মায়ানমার ও বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের এদেশে আসা বন্ধ করা।

সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ রুখতে কড়া নজর রাখার ওপর গুরুত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বহুক্ষেত্রে অনুপ্রবেশকারীদের সঙ্গে চরমপন্থা গোষ্ঠীর যোগাযোগ থাকে। তারা এদেশে এসে রাষ্ট্র-বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করার চেষ্টা চালায়। তিনি বলেন, মৌলবাদ ও জঙ্গিদের আটকাতে কেন্দ্র ও রাজ্যগুলির সক্রিয় সহযোগিতা এবং যৌথ অভিযানই একমাত্র রাস্তা।

রাজনাথ বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। উত্তর-পূর্বের বেশ কয়েকজন জঙ্গি বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। সেই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বর্ডার প্রোটেকশন গ্রিড গঠনের জোর দাবি করেন রাজনাথ। বলেন, কী করতে হবে, জানে রাজ্য সরকার।

একইসঙ্গে রাজনাথ মনে করেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখাটা গুরুত্বপূর্ণ। বলেন, সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্রপাচার বন্ধ করতে আরও কড়া পদক্ষেপ যেমন নিতে হবে, তেমনই সীমান্তবর্তী এলাকায় উন্নয়ন জরুরি। সূত্র: এবিপি, জি নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়