শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটান্স

মো. মোস্তাফিজুর রহমান: বিপিএলে একদিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্লে-অফ রাউন্ড। বাঁচা মরার এ লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর এ ম্যাচটি শুরু দুপুর ২টায়।

পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থেকে প্লে-অফে খেলবে রংপুর রাইডার্স। লিগ পর্বে তারা ১২টি ম্যাচ খেলে ছয়টিতে জয় পায়। আর খুলনা টাইটান্স তৃতীয় অবস্থানে থেকে প্লে-অফে খেলবে। লিগ পর্বে তারা সাতটিতে জয় পায় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

খুলনার তুলনায় বেশ শক্তিশালী মাশরাফি বিন মুর্তজার দল । তাদের দলে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলস ও ব্রেন্ডন ম্যাককলাম। যদিও তারা এখনও পর্যন্ত তেমন ভালো ইনিংস খেলতে পারেননি। কিন্তু প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারা জ্বলে উঠতে পারেন।

তবে বড় কোনও তারকা না থাকলেও ভারসাম্যপূর্ণ দল খুলনা টাইটান্স। দল হিসাবে ভালো খেলেই তারা এই পর্যন্ত এসেছে। দলটিতে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, কার্লোস ব্র্যাথওয়েট, রিলি রুশোর মতো খ্যাতিমান ক্রিকেটাররা। দলটির হয়েছে তরুণ দুই ক্রিকেটার আরিফুল হক ও আবু জায়েদ রাহি দুইজনেই দারুণ ক্রিকেট খেলছেন।

পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল তামিমের কুমিল্লা ও সাকিবের ঢাকা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বিজয়ীরা সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ীদের মোকাবেলা করবে। আর রোববার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে নির্ধারিত হবে ১২ ডিসেম্বরের দ্বিতীয় ফাইনালিস্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়