শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে মাদরাসা শিক্ষায় সংস্কার আনার আহ্বান সেনাপ্রধানের

ওমর শাহ : পাকিস্তানের মাদরাসা শিক্ষাব্যবস্থায় সংস্কার আনার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। দেশটিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন আনা জরুরি বলেও তিনি মনে করেন।

জেনারেল বাজওয়া বলেন, ধর্মীয় শিক্ষা দেয়ার স্কুল হিসেবে মাদ্রাসাগুলো নিজেদের কার্যকারিতা হারিয়েছে। তিনি আরো বলেন, এসব মাদ্রাসার জন্য মানসম্মত আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের পেশোয়ার শহরে তরুণদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

পাক সেনাপ্রধান বলেন, “মাদরাসা সম্পর্কে প্রচলিত যে ধারণা রয়েছে তা বদলে দিতে হবে। আমরা তাদেরকে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা দিতে চাই।” তিনি বলেন, “আমি মাদরাসার বিরোধী নই কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে, আমরা মাদরাসার গুণগত মান হারিয়েছি।”

পাকিস্তানে সরকারি নথিভুক্ত প্রায় ২,০০০ মাদরাসা রয়েছে। কিন্তু সরকারি তালিকার বাইরে এর চেয়ে আরো অনেক বেশি মাদরাসা রয়েছে বলে ধারনা করা হয়। পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোতে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেয়া ও সন্ত্রাসী হামলায় পাঠানোর পেছনে দেশটির কোনো কোনো মাদরাসা সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে মাদরাসার শিক্ষার্থীরা সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ার কারণে পাকিস্তানে বেশ কিছু মাদরাসা বন্ধ করে দেয়া হয়েছে। তবে জনরোষ ফুঁসে ওঠার ভয়ে মাদরাসাগুলোর বিরুদ্ধে ব্যাপকহারে পদক্ষেপ নিচ্ছে না ইসলামাবাদ সরকার। সূত্র : ডন নিউজ উর্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়