শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০২:২০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : যৌতুকের টাকা না পেয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত যুবতীর নাম সুলতা রানী হাওলাদার (১৮)। স্থানীয় পশ্চিম করুনা মাধ্যমিক বিদ্যালয় থেকে তাঁর এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

গতকাল বুধবার রাতে কাঁঠালিয়ার বীণাপাণি বাজার এলাকায় নিহত সুলতা রানীর শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী শিপন বালি নিখোঁজ রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে সুলতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সুলতা রানীর পরিবারের অভিযোগ, সুলতাকে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালাচ্ছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।

নিহতের পরিবার জানায়, বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বিমল চন্দ্র হালদারের মেয়ে সুলতা রানী হাওলাদারের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় বীণাপাণি গ্রামের পরেশ চন্দ্র বালির ছেলে শিপন বালির। বিয়ের পর থেকেই শিপন বেকার ছিল। ফলে সে সুলতার পরিবারের লোকজনের কাছে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হতো।

সবশেষ গতকাল বুধবার রাতে শিপন তাঁর স্ত্রী সুলতার মায়ের কাছে টেলিফোন করে যৌতুকের টাকার জন্য চাপ দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী শিপন শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পরে মুখে বিষ ঢেলে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রচার চালান।

নিহতের মা জ্যোৎস্না রানী হাওলাদার অভিযোগ করেন, যৌতুকের টাকা পরিশোধ না করায় তাঁর মেয়েকে মেরে ফেলেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় কাঁঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী শিপন বালি নিখোঁজ আছেন বলেও জানান ওসি। সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়