শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: জেরুজালেমের পরিস্থিতিটা সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। আমার মনে হয় প্রেসিডেন্ট ডোনার ট্রাম্প প্রথম থেকেই এক প্রকার পাগলামী শুরু করে দিয়েছে। জেরুজালেমটা একে তো পবিত্র স্থান। সেই সাথে এটা একটা সময় ফিলিস্তিনের রাজধানীও ছিলো। সেই দিক থেকে এই অংশটাকে কারো জন্য এককভাবে ঘোষণা দেওয়াটা কোনভাবেই ঠিক হয়নি। ট্রাম্প ক্ষমতায় আসার আগে আমেরিকা কখনো এমন হঠকারি সিদ্ধান্ত নেইনি। আমেরিকা যদিও সব সময় ইসরাঈলের পক্ষেই ছিলো কিন্তু আমেরিকার কোন প্রধানমন্ত্রী এমন হঠকারি সিদ্ধান্ত দেয়নি।

বৃহস্পতিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।

তিনি আরো বলেন, এই জেরুজালেরমের প্রতি মুসলমানদের একটা টান আছে। মুসলিম উম্মাহর একটা টান আছে। সারা বিশ্বে প্রায় ১৫০ কোটি মুসলিম আছে। ট্রাম্পের এই ঘোষণার কারণে বিশ্বের ১৫০ কোটি মানুষই আজ ক্ষুব্ধ। সৌদি আরব আমেরিকার একেবারে খাস বন্ধু। সেই সৌদি আরবও আজ ক্ষুব্ধ। সেই সাথে শুধু মুসলিম উম্মা নয় বরং মুসলিম উম্মাহর বাহিরেও অনেকেই ট্রাম্পের এই ঘোষণার কারণে ক্ষুব্ধ। আমি আসলে জানি না বা বুঝতে পারছি না যে, এই জেরুজালেম নিয়ে ভবিষ্যতে আসলে কি ঘটতে যাচ্ছে। তবে আমার মনে হয় আমেরিকা প্রথমবারের মত একটি বড় ধরণের ভুল করলো আর এই ভুলের জন্য তাকে অবশ্যই খেসারত দিতে হবে।

মুহম্মদ শফিকুর রহমান আরো বলেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যের আহ্বান জানিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন, ট্রাম্পের এই ঘোষণা গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়