শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:২০ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

নুরুল আমিন হাসান : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহিদুল আলম নামের এক যাত্রীর কাছ ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সিগারেটগুলো ২৬৮ কার্টুনে ৫১ হাজার ৫০৬ শলাকায় পাওয়া যায়।

বিমানবন্দরে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আসার পর এসব সিগারেট জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. মঈনুল খান আমাদের সময় ডটকমকে জানান, দুবাই থেকে আগত শহিদুল আলম নামের যাত্রীর কাছ থেকে ১৫ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেট ১৬৮টি কোরিয়ার তৈরি ইজি লাইটস ও ৯০ টি কার্টুনে ৫৫৫ ব্রান্ডের পাওয়া যায়।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টের ২নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাকি দিয়ে গ্রীণ চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ২টি লাগেজ খুলে এসব আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সিগারেট জব্দের ঘটনায় কাস্টম অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়