শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:১১ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইরানের সহায়তা ছাড়া ইরাক ও সিরিয়ায় নিরাপত্তা প্রতিষ্ঠিত হতো না’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, উগ্র সন্ত্রাসীরা সৌদি আরবের অর্থে এবং আমেরিকাসহ কিছু আঞ্চলিক দেশের পৃষ্ঠপোষকতা নিয়ে ইরাক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান না থাকলে সিরিয়া ও ইরাকে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। ইরানের জনগণ ওই দুই দেশকে উগ্র সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।

আমেরিকা, সৌদি আরব ও তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ ২০১১ সালে সিরিয়ায় এবং ২০১৪ সালে ইরাকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশকে লেলিয়ে দেয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থের অনুকূলে নিয়ে যাওয়ার লক্ষ্যে এ কাজ করা হয়।

কিন্তু ইরানের সামরিক উপদেষ্টাদের সহযোগিতা নিয়ে ইরাক ও সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি দেশ দু’টি থেকে দায়েশ সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করে।

জেনারেল সাফাভি সৌদি সরকারকে মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘ভৃত্য’ হিসেবে উল্লেখ করে বলেন, এ অঞ্চলে সব ধরনের নিরাপত্তাহীনতায় সৌদি আরবের হাত রয়েছে।

তিনি ইয়েমেন পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, সিরিয়া ও ইরাকের মতো ইয়েমেনের জনগণও আল্লাহর ইচ্ছায় সৌদি আগ্রাসনের মোকাবিলায় বিজয়ী হবে।

সৌদি আরবের আলে সৌদি সরকার ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিলেও ইয়েমেনে পরোক্ষ যুদ্ধ না করে সরাসরি নিজে দেশটিতে আগ্রাসন চালিয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত ইয়েমেনে সৌদি আগ্রাসনে প্রায় ১২ হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে।- পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়