শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৭, ১২:২৬ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৭, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নারী দল ভারতের কাছে হোয়াইটওয়াশ

নিজস্ব প্রতিবেদক : ভারত সফরে গিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচই হেরেছিলো বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার শেষ ম্যাচটি হেরে ভারতের মেয়েদের কাছে হোয়াইটওয়াশই হলেন রুমানারা। হাবলির কেএসসিএ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ নারী এ’ দল ৪২ ওভারে অল ১১৬ রানে আউট হয়েছে। জবাবে ৩২.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখে ১১৮ রান করে ম্যাচটি জিতে নিয়েছে ভারত নারী এ’ দল।

টানা দুই হারের পর এই ম্যাচে অনেক কিছু প্রমাণের ছিল বাংলাদেশের জন্য। তবে ব্যাটিংয়ে নেমে সে কথা যেন বেমালুম ভুলে গেলেন তারা। চার রানে প্রথম উইকেট হারানোর পর শেষ পাঁচ উইকেট তারা হারিয়েছে মাত্র ১৩ রানে। এই ধসই ষষ্ঠ উইকেটে অধিনায়ক রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতির ৪৮ রানের প্রতিরোধকে ব্যর্থ করে দেয়। শেষের তিনজনই ফিরে গেছেন শূন্য রানে। আর ওপেনিংয়ের একজন সহ সেই সংখ্যাটি দাঁড়ায় মোট চারজনে। দলীয় সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন রুমানা। ভারতের জেমিমা বাদে সবাই উইকেট পেয়েছেন। মাত্র ১১ রান খরচায় দুই উইকেট পেয়েছেন অধিনায়ক পাতিল।

১১৭ রানের ল্েয ব্যাট করতে নেমে জেমিমা-থিরুশকামিনির উদ্বোধনী জুটিতেই আসে ৫৮ রান। খাদিজা তুল কুবরা থিরুশকামিনির উইকেটটি তুলে নিলেও জেমিমা-ভাদিয়ার ৬০ রানের জুটি সহজ জয়ই এনে দেয় ভারতকে। দলীয় সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন জেমিমা। খাদিজার একটি মাত্র উইকেট এসেছে ২২ রানের বিনিময়ে।

সংপ্তি স্কোর- বাংলাদেশ নারী 'এ' দল : ১১৬ (৪২ ওভার) (শামিমা ০, মুর্শিদা ২১, লতা ৯, ফারজানা ৫, রুমানা ৪২, জ্যোতি ১১, শায়লা ১৫, জাহানারা ০, খাদিজা ০, লিলি ০; জোশি ১/৬, কাভিতা ২/৩৪, পাতিল ২/১১, বোস ২/১৬, ভাদিয়া ১/১৯, শিবাঙ্গি ২/১৮, জেমিমা ০/১২)।

ভারত নারী 'এ' দল : ১১৮/১ (৩২.৩ ওভার) (থিরুশকামিনি ২৬, জেমিমা ৫৬*, ভাদিয়া ৩০*; জাহানারা ০/২৩, লিলি ০/১৩, সালমা ০/১৩, খাদিজা ১/২২, রুমানা ০/১৮, শায়লা ০/২৮)।

ফলাফল : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত নারী এ’ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়